ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রেমের সম্পর্ক নিয়ে যেসব রাশি খুবই কমিটেড 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০০, ২৮ আগস্ট ২০১৮ | আপডেট: ১৯:২২, ২৮ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

বিয়ে বা প্রেমের সম্পর্ক অনেক সময় দেখা যায় বেশি দিন টেকে না। এই শুরু এই শেষ। এই সম্পর্ক টিকিয়ে রাখা তো আর যেমন-তেমন ব্যাপার নয়! অনেকই বলবেন, পরস্পরের প্রতি বিশ্বাসই হল এর আসল চাবিকাঠি।   

অবশ্য তার সঙ্গে আরও অনেক কিছুই দাবি করে একটি সম্পর্ক। যেমন, নিজেদের মধ্যে কথপোকথন, একত্রে সময় কাটানো, ধৈর্য। এর পাশাপাশি অবশ্যই এই চিন্তাধারা— সব কিছু করার জন্য আপনি প্রস্তুত কি না!

জ্যোতিষ শাস্ত্রীরা বলছেন, অনেক সময় শত চেষ্টা করলেও দু’টি মানুষের মধ্যে সম্পর্ক কখনওই ঠিক মতো গড়ে ওঠে না। তার কারণ তাদের রাশি। সব রাশিরই যে পরস্পরের সঙ্গে সম্পর্ক ভাল হয়, তা একেবারেই নয়। এমনই এক প্রতিবেদন প্রকাশিত হয়েছে ভারতের এক সংবাদমাধ্যমে।

প্রতিবেদনে বলা হয়েছে যে, বারোটি রাশির মধ্যে মাত্র চারটি রাশিই রয়েছে যারা ‘লং-টার্ম রিলেশনশিপ’ বজায় রাখতে পারে।

• বৃষ— এরা খুবই স্থায়ী ও নির্ভরযোগ্য হয়।
• কর্কট— এরা নিজেদের মনের কথা বলতে পিছপা হয় না। এবং সঙ্গীকেও উদ্বুদ্ধ করে সরাসরি সব বলতে।
• কন্যা— এরা অত্যন্ত নির্ভরশীল হয়। এবং অসম্ভব ধৈর্যের ফলে মন জয় করতে পারে পার্টনারের।
• তুলা— এরা দীর্ঘমেয়াদি সম্পর্কই পছন্দ করে। ফলে, সব রকম ভাবেই সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করে।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি