ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

দাঁতকে সাদা ঝকঝকে রাখতে ব্যবহার করুন ঘরোয়া টোটকা 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০০, ২৮ আগস্ট ২০১৮

মুক্তোর মতো সাদা ঝকঝকে তকতকে দাঁত পেতে কে না চায়। সুন্দর এই হাসি সকলের মাঝে আপনাকে আরও আকর্ষণীয় করে তুলবে৷ কিন্তু জানেন কি, সুন্দর দাঁতই বাড়িয়ে দিতে পারে আপনার হাসির সৌন্দর্য? কিন্তু যদি তার উলটোটা হয় ৷  

সুন্দর দাঁতের পরিবর্তে যদি দেখা যায় হলুদ দাগে ভরা দাঁত কিংবা যদি দাঁতের ফাঁকে লুকিয়ে থাকে খাবারের অংশ? সকলের মাঝে হাসির পর আপনার ইমেজ কী হবে ভাবতে পারছেন? দাঁতে হলুদ দাগ কি আপনারও লজ্জার কারণ? তবে এই ঘরোয়া টোটকাগুলি ব্যবহার করেই মুক্তোর মতো সাদা দাঁত ফিরে পারেন আপনিও। 

নারিকেল তেল:

হলুদ দাঁত সাদা করে তোলায় ম্যাজিকের মতো কাজ করে নারকেল তেল ৷ একটি চামচে করে প্রথমে নারকেল তেল নিন৷ ওই তেল তিন-চার মিনিট দাঁতে লাগিয়ে নিন ৷ একটি ব্রাশ দিয়ে ওই দাগগুলো ঘষে নিন ৷ এরপর মুখ ধুয়ে ফেলুন ৷ কিছুদিন পরই দেখবেন মুক্তোর মতো হয়ে উঠেছে আপনার দাঁত ৷

ভিনিগার:

ভিনিগার ব্যবহার করেও পেতে পারেন মুক্তোর মতো সাদা দাঁত ৷ ব্রাশে ভিনিগার লাগিয়ে তা দাঁতে ঘষে দেখুন ৷ এরপর পানি দিয়ে মুখ ধুয়ে নিন৷ সপ্তাহ খানেক ব্যবহারের পর আয়নার সামনে দাঁড়িয়ে দেখুন, পরিবর্তনটা নিজেই টের পাবেন।

বেকিং সোডা: 

বেকিং সোডাও আপনাকে হলুদ দাঁতের সমস্যা থেকে মুক্তি দিতে পারে ৷ পানির সঙ্গে বেকিং সোডা মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন ৷ প্রতিদিন ওই পেস্ট দিয়ে দাঁত মাজুন ৷ সপ্তাহ খানেক একটানা ব্যবহারের পর দেখবেন আপনার দাঁতের ঔজ্জ্বল্য এক ধাক্কায় কয়েকগুণ বেড়ে গেছে ৷  সূত্রঃ সংবাদ প্রতিদিন  

কেআই/এসি    

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি