ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

শপিংমলের ৫ আজানা তথ্য  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০৪, ৩১ আগস্ট ২০১৮ | আপডেট: ২৩:০৫, ৩১ আগস্ট ২০১৮

শপিংমল এই প্রজন্মের কাছে মার্কেটিং করার সব থেকে আদর্শ জায়গা৷ কিন্তু এই মলগুলো নিজেদের মুনাফা লাভের জন্য রোজ বোকা বানায় ক্রেতাদের৷ কিভাবে বুঝতে পারছেন না তো? দেখুন শপিং মল সম্পর্কে নিচের কিছু অজানা তথ্য৷

১) শপিং মলের আকৃতি     

শপিংমলগুলিকে এমন প্ল্যান করে সাজানো হয় যেখানে কম মানুষ থাকলেও দেখলে আপাত দৃষ্টিতে মনে হয় অনেক ভিড়৷ সরু সরু গলি করে সেভাবেই সাজানো হয় মলগুলোকে৷

২) শপিং কার্ট

শপিং করার পরে যে গাড়িটিতে পণ্য রেখে হাত দিয়ে ঠেলে আপনি কাউন্টারের দিকে এগিয়ে যান তার হাতলেই রয়েছে বিষাক্ত ব্যাক্টেরিয়া৷ যার নাম ই.কোলাই ব্যাক্টেরিয়া৷ এগুলো বিষাক্ত করতে পারে আপনার পণ্যকেও৷

৩) পণ্যের সজ্জা

দামি পণ্যগুলোকে শপিংমলে ক্রেতাদের চোখের সামনের সারিতে সাজিয়ে রাখা হয়৷ যাতে সেগুলো খুব সহজেই চোখে ও হাতে পরে এবং আপনাকে আকৃষ্ট করে৷ নিচের ও উপরের সারিতে রাখা হয় অপেক্ষাকৃত কম দামি পণ্যগুলো।

৪) সুন্দর গান

শপিং মলে এমন কিছু সুন্দর ও আকর্ষণীয় গান চালিয়ে রাখা হয় যা আপনাকে মুগ্ধ করে রাখে৷ আপনি বুঝতেও পারেন না আপনি কত সময় কাটাচ্ছেন মলে৷ এইভাবে মলগুলি ক্রেতাদের আকর্ষণ করে ও বেঁধে রাখে৷

৫. শপিং কার্টের আকার

শপিং মলের পণ্য লোড করার গাড়িটিকে বড়ো আকৃতির করা হয়৷ কারণ, আপনি তাতে পণ্য রাখলেও মনে হবে আরও কিছু নেওয়া যাবে৷ আপনি আরও বেশি পণ্য নেবেন৷

এমএইচ/এসি      

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি