রাত জেগে টিভি দেখে যৌনতায় অনীহা!
প্রকাশিত : ১৭:২০, ৩ সেপ্টেম্বর ২০১৮
যৌনতা কেবল একে অপরের শারীরিক চাহিদা মেটানোর জন্যই জরুরি নয়৷ বরং একটা সম্পর্ককে পূর্ণতা দেওয়ার জন্যও যৌনতা অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে৷ শারীরিক সম্পর্কের বাইরে পরস্পরের মানসিক যোগাযোগও গড়ে তোলে সঙ্গম৷
তবে বর্তমানে সকলেই প্রযুক্তির বশবর্তি৷ বাড়ি ফিরে সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে কথা বলার চেয়ে অনেকেই এখন টেলিভিশনের সামনে ভিড় জমান৷ অথবা মোবাইলে মুখ গুঁজে বসে থাকেন৷ জানেন কি? অজান্তে এই স্বভাবই ব্যাঘাত ঘটাচ্ছে আপনাদের যৌন জীবনে৷
সম্প্রতি এই বিষয়ে একটি সমীক্ষা করেন গবেষকরা৷ গবেষণায় অংশগ্রহণ করেন বিভিন্ন দেশ থেকে কয়েক হাজার পুরুষ ও মহিলা৷ তাদের প্রশ্ন করা হয় সারাদিনের মধ্যে কখন টিভি দেখেন৷ জানা গিয়েছে, বেশিরভাগ যুগলই জানান, তারা অফিস থেকে ফিরে অনেক রাত পর্যন্ত টিভি দেখতে পছন্দ করেন৷ কারণ তখনই তাদের অবসর সময়৷ তাদের কাছেই পরের প্রশ্নে জানতে চাওয়া হয়, সপ্তাহে কতবার সঙ্গমে লিপ্ত হন? এখানেই চাঞ্চল্যকর উত্তর পান গবেষকরা৷
সমীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে মাত্র ছয় শতাংশ স্বীকার করেন তারা সপ্তাহে প্রত্যেকদিন যৌনতা উপভোগ করেন৷ বাকি ৯৪ শতাংশ জানান, প্রত্যেকদিন যৌনতায় লিপ্ত হতে তাদের মন চায় না অথবা শারীরিক ভাবে তারা সেই উদ্যম পান না৷ এর কারণ হিসাবে অত্যাধিক টেলিভিশনের নেশাকেই দায়ী করেন বিজ্ঞানীরা৷
তারা জানান, অনেক রাত পর্যন্ত টেলিভিশনের সামনে বসে থাকলে তা সরাসরি চোখের উপরে প্রভাব ফেলে৷ মাথা যন্ত্রণা অথবা নার্ভের অসুখ দেখা দেয়৷ যা ধীরে ধীরে প্রভাব ফেলতে থাকে যুগলের যৌন জীবনে৷ তারা হারাতে থাকেন সঙ্গমের আকর্ষণ৷ এক সময় যা সম্পর্কে ছেদ টানতে বাধ্য করে৷
আরকে//