ডেঙ্গুর হাত থেকে বাঁচতে ঘরোয়া ৪ টোটকা
প্রকাশিত : ১৬:৩৮, ১৫ সেপ্টেম্বর ২০১৮
বর্ষা কাটতেই ঘরে ঘরে সর্দি, জ্বর৷ পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গুর প্রকোপও৷ কীভাবে পরিবারকে রক্ষা করবেন এই রনংদেহী মশার হাত থেকে? তাহলে জেনে নিন কিছু রেমেডি-
১. পেপারমিন্টের তেল কিন্তু যে কোনও রকম মশার হাত থেকে বাঁচার মোক্ষম দাওয়াই৷ মাথায় রাখবেন, মিন্ট বা পুদিনার গন্ধ মশা একেবারেই সহ্য করতে পারে না৷ সে ক্ষেত্রে পেপারমিন্টের তেল আপনি মাখতে পারেন৷ এমনকি আপনার পোশাকেও সামান্য স্প্রে করে দিন এই পেপারমিন্ট অয়েল৷ চাইলে বসার ঘরের ভিতর ছোট্ট টবে পেপারমিন্ট রাখতে পারেন৷ কাজ দেবে৷
২. এ রকমই উপকারি নিম তেল৷ যেকোনও রকম জীবানুকে নাশ করতে নিমের বিকল্প খুবই কম আছে৷ এখন বাজারে খুব অল্প দামেই অয়েল স্প্রে কনটেনার পাওয়া যায়৷ তেমনই একটা ঘরে কিনে আনুন৷ তার মধ্যে নিম তেল ভরে সকাল-সন্ধ্যা স্প্রে করুন৷ ডেঙ্গুর মশা বাপ বাপ বলে পালাবে৷ নিম তেলে কর্পূর মিশিয়ে ঘরে স্প্রে করুন৷ মিনিট কুড়ি ঘরের দরজা বন্ধু করে রাখুন৷ উপকার পাবেন৷
৩. নারকেল তেলের মধ্যে নিম তেল মিশিয়েও ব্যবহার করতে পারেন৷ এই তেল শরীরে মেখে বের হন৷ উপকার পাবেন৷ বিশেষ করে বাড়ির বাচ্চাকে স্কুলে পাঠানোর আগে কিংবা গোসলের পর এই তেল মাখাতে পারেন৷ বাড়ির বয়স্করা বলেন, এই নারকেল তেল আর নিম তেল দিয়ে ঘরে প্রদীপও জ্বালানো যেতে পারে৷ মশা তাড়াতে এই টোটকাও কিন্তু বেশ কার্যকরী৷
৪. মশা তাড়াতে ঘরে অনেকেই লিক্যুইড রিফিল ব্যবহার করেন৷ সে ক্ষেত্রে লিক্যুইড শেষ হয়ে গেলে ল্যাভেন্ডার অয়েল আর লেবুর রস মিশিয়ে ট্রাই করতে পারেন৷ লেবুর রসের বদলে চলতে পারে সিট্রোনেলা তেল কিংবা ইউক্যালিপটাস অয়েলও৷ সে ক্ষেত্রে স্প্রে করার বোতলটিতেও ভরে রাখতে পারেন এই মিশ্রণ৷ দু’ঘণ্টা পর পর ঘরে স্প্রে করুন৷
সূত্র: কলকাতা ২৪x৭
একে//