ঢাকা, সোমবার   ০২ ডিসেম্বর ২০২৪

স্বাস্থ্যকর চুলের জন্য বেসনের হেয়ার মাস্ক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৫, ১৬ সেপ্টেম্বর ২০১৮

বেসন ত্বকের জন্য যেমন ভালো তেমনি চুলের জন্যও ভালো। বহুকাল ধরে বেসনকে ত্বকের  বিভিন্ন অসুবিধা এবং চুলের সমস্যার সমাধান ব্যবহার করা হয়I কারণ বেসনের মধ্যে রয়েছে অনেক স্বাস্থ্যকর পরিপোষক পদার্থ যেটা চুলের জন্য উপকারী। এটা আপনার চুলকে মজবুত ও স্বাস্থ্যকর বানায় এবং আপনার চুল কে করে তুলে সুন্দর। এবার আসুন জেনে নেওয়া যাক বিভিন্ন ধরেনের বেসন হেয়ার মাস্ক-

১) বেসনের সঙ্গে দই দিয়ে তৈরি হেয়ার মাস্ক

দইয়ের সঙ্গে বেসন আপনার চুলের জন্য উপকারী। এই মিশ্রণটি আপনার চুলের বৃদ্ধিতেও সাহায্য করেI দই এ থাকা আন্টি অক্সিডেন্ট এবং ভালো ব্যাকটেরিয়া রয়েছে যা মাথা থেকে নোংরা পদার্থ পরিষ্কার করতে সাহায্য করেI

ব্যবহার করার পদ্ধতি

একটু বেসন নিয়ে অল্প দইয়ের সঙ্গে মিশিয়ে নিন। এখন হলুদ যোগ করে পেস্ট তৈরি করুন। চুলে এই পেস্ট লাগিয়ে ৩০মিনিটের জন্য রেখে দিন। তারপর পানি দিয়ে চুল পরিষ্কার করে নিন।

২) বেসনের সঙ্গে অলিভ অয়েল দিয়ে তৈরি হেয়ার মাস্ক

অলিভ অয়েল আপনার চুলের জন্য স্বাস্থ্যকর। তাই এই তেলের সঙ্গে বেসন যোগ করুন। এই মিশ্রন আপনার চুলকে লম্বা এবং মজবুত করতে সাহায্য করেI

ব্যবহার করার পদ্ধতি

একটু বেসন এর সঙ্গে অলিভ অয়েল যোগ করে গাঢ় পেস্ট বানিয়ে নিনI চুলের গোড়াতে এই পেস্ট লাগিয়ে কিছু সময়ের জন্য রেখে দিন। সম্পূর্নভাবে চুল শুকিয়ে  যাওয়ার  আগে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

৩) বেসনের সঙ্গে কাঠবাদাম দিয়ে তৈরি হেয়ার মাস্ক

বেসন এবং কাঠবাদাম গুড়ার মিশ্রণ আপনার চুলকে স্বাস্থ্যকর, কালো এবং বাউন্সি করে রাখে। আপনার চুলের প্রাকৃতিক রং বজায় রাখতেও সাহায্য করেI

ব্যবহার করার পদ্ধতি

বেসন এবং কাঠবাদাম গুড়া একসঙ্গে মিশিয়ে নিনI এখন অল্প লেবুর রস এবং মধু এই মিশ্রণে যোগ করে পেস্ট তৈরি করবেনI এই মাস্ক চুলে লাগিয়ে কিছু সময়ের জন্য রেখে দিন।পানি দিয়ে ধুয়ে নিনI

তথ্যসূত্র: এনডিটিভি

এমএইচ/একে/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি