ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সানস্ক্রিন ছাড়াই ত্বকের সতেজতা আনুন ৫ উপায়ে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০১, ২০ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

প্রচণ্ড রোদে বাইরে বের হওয়া মুশকিল। এতে ত্বক পুড়ে গিয়ে কালচে হয়ে যায়। সানস্ক্রিন দিয়ে ত্বকের পুড়ে যাওয়া ভাব না হয় কমাবেন, কিন্তু সানস্ক্রিনের কেমিক্যালসে ত্বকের অভ্যন্তরীন ক্ষতি রোধ করা সম্ভব হয় না। তাই সানস্ক্রিন ছাড়াই কিছু সহজ উপায়ে ত্বকের জেল্লাদার ফিরিয়ে আনুন।

১) সরষের তেল

রোদে পুড়ে বাড়ি ফিরলে ত্বকে মখে নিন সরষের তেল। কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। দেখবেন, ট্যান বলে কোনও বস্তুই আর নেই ত্বকে।

২) আলুর রস

আলু বেটে সেই রস লাগান ত্বকে। আলুর রস ত্বকের ট্যান তো কমাবেই, এ ছাড়া চামড়ার জেল্লা বাড়াতেও সাহায্য করে আলুর রস।

৩) গোলাপ জল

গোসলের সময় জলে কয়েক ফোঁটা গোলাপ জল মিশিয়ে নিন। গোলাপ জল সানবার্ন কমাতে ওস্তাদ। তবে সব চেয়ে ভাল হয়, যদি বাড়িতেই গোলাপের পাপড়ি বেটে সেই রস ঘষতে পারেন ত্বকে।

৪) অ্যালোভেরা জেল

অ্যালোভেরা ত্বকের জন্য খুব উপকারী। পোড়া দাগ তোলায় এর জুড়ি নেই। সরাসরি অ্যালোভেরার জেল লাগান পোড়া ত্বকে। শুকিয়ে গেলে ঠাণ্ডা পানি মুখ ধুয়ে শশার রস মেখে নিন। খানিক ক্ষণ রেখে আবার ধুয়ে ফেলুন ঠান্ডা পানি। পোড়া দাগের সমস্যা মিটবে সহজেই।

৫) টি ব্যাগ

কয়েকটি টি ব্যাগ পানি ভিজিয়ে ফ্রিজে রেখে দিন। খানিকক্ষণ বাদে সেই পানি নরম একটা কাপড় ভিজিয়ে নিন। পোড়া ত্বকের উপর সেই বরফশীতল তোয়ালে রাখুন। কমবে পোড়া দাগ।

সূত্র : আনন্দবাজার।

কেএনইউ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি