ঘরোয়া পদ্ধতিতে কোঁকড়ানো চুল
প্রকাশিত : ২৩:৪৫, ১ অক্টোবর ২০১৮
কোঁকড়ানো চুল কমবেশি সবারই পছন্দ। কিন্তু খুব কম সংখ্যক মানুষেরই কোঁকড়ানো চুল রয়েছে। যেকোনো উৎসব বা অনুষ্ঠানের সময় নিজেকে আকর্ষণীয় করে তুলেতে আপনিও আপনার চুলকে ঘরোয়া পদ্ধতি অনুসরণ করে কোঁকড়ানো চুল পেতে পারেন।
আসুন জেনে নেওয়া যাক ঘরোয়া পদ্ধতিতে চুল কোঁকড়ানো করার পদ্ধতি-
প্রথমে শ্যাম্পু করুন৷ চুলের ডগা পর্যন্ত কন্ডিশনার লাগান। এবার তোয়ালে দিয়ে আপনার চুল জড়িয়ে নিন। কোঁকড়ানো চুল পেতে ব্যবহার করুন হেয়ার স্প্রে৷ মুঠোতে চুল জড়িয়ে নিয়ে বানিয়ে নিন হাত খোঁপা৷ ৩০ মিনিট পর হাত খোঁপা খুলে চুল আঁচড়ে নিন৷ চুলের ক্ষতি ছাড়া এই পদ্ধতিতে খুব সইজেই কোঁকড়ানো চুল পেতে পারেন।
ধরুন আপনার খুবসকালেই কোথাও যাওয়ার প্রয়োজন৷ শ্যাম্পু করে নানা পদ্ধতিতে চুলের যত্ন নেওয়ার সময় কোথায়? এমন যদি হয় তাহলে রাতেই ঘুমের আগে শক্ত করে চুল বেঁধে নিন৷ এরপর সকালে উঠে চুল খুলে আঁচড়ে নিন৷ ম্যাজিক দেখতে পাবেন নিজের চোখেই৷
এমএইচ/ এসএইচ/