ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মুখে বলিরেখা-বয়সের ছাপ দূর করার ৩ উপায়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৭, ১৬ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

ত্বকে যদি বয়সের ছাপ পড়ে, তাহলে মনে বয়সের ছাপ আটকায়, এমন সাধ্য কার? চোখের কোণে বা ঠোঁটের পাশে অবাঞ্ছিত ভাঁজ পড়লেই তাই শিয়রে চিন্তা। কিন্তু ত্বকের বয়স ধরে রাখার চাবিকাঠি আপনার কাছেই রয়েছে। মুখে বলিরেখা, ভাঁজ ও অকাল-বার্ধক্য এড়াতে তিনটি জিনিস মহৌষোধির মতো কাজ করে। চলেন জেনে নেওয়া যাক সেগুলো-

গ্রিন টি

দিনে ২-৩ কাপ গ্রিন টি খেলে শরীরের অতিরিক্ত টক্সিন বের করে দেয়। শরীরকে হাইড্রেটেড রাখতেও সাহায্য করে গ্রিন টি। তাই চায়ের বদলে গ্রিন টি খেতেই পারেন।

বেদানা

বেদানায় অ্যান্টি অক্সিড্যান্টের পরিমাণ বেশি থাকে। ত্বক শিথিল হওয়া আটকাতে বেদানার জুড়ি মেলা ভার। এছাড়া ত্বকে কালো ছোপ থাকলে তাও দূর হয় বেদানা খেলে। তাই ডায়েটে বেদানা বা বেদানার রস রাখুন।

জোজোবা অয়েল

ত্বককে ব্যাকটেরিয়া মুক্ত রাখতে পারে এই তেল। ক্লিলজিং ও ময়েশচরাইজিংয়েও জোজোবা অয়েল ব্যবহৃত হয়। তাই ত্বক টান টান রাখতে নিয়মিত ব্যবহার করুন জোজোবা অয়েল।

সূত্র: এবেলা

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি