মেরাশিঙ্গের ৭ স্বাস্থ্যগুণ
প্রকাশিত : ১৩:৩৫, ২৩ অক্টোবর ২০১৮
অসুখ হলেই আমরা চিকিৎসকের কাছে দৌড়াই। অথচ আমাদের আশপাশেই এমন কিছু উপাদান আছে যা খেলে সহজেই অনেক জটিল রোগ থেকে মুক্তি মেলে। গ্রামে যারা বাস করেন মেরাশিঙ্গে তাদের কাছে বেশ পরিচিত। এর বহু স্বাস্থ্যগুণ রয়েছে। নিচে সেগুলো দেওয়া হলো-
ঔষধি ব্যবহারঃ
১) সর্দি ও কাশিতে এই উদ্ভিদ পাতার রস খাওয়ালে সর্দি বের হয়ে গিয়ে উপসর্গ উপশম হয়।
২) মেড়াশিঙ্গে পাতার রস চোখের কর্নিয়ার রোগে ব্যবহার করলে উপকার হয়।
৩) আম্বল রোগে কয়েকদিন নিয়ম করে এই উদ্ভিদের পাতার রস সেবন করলে খুব উপকার হয়।
৪) এর ফল কফ ও বায়ু নাশক।
৫) সাপের কামড়ের ক্ষতস্থানে লাগালে উপকার পাওয়া যায়।
৬) এর মূলের ছাল রেডির তেলের সঙ্গে মিশিয়ে যে কোন পোকা মাকড়ের দংশনে লাগালে বিশেষ উপকার হয়।
৭) প্লীহা ও যকৃত বেড়ে গেলে এ উদ্ভিদের পাতার ক্বাথ পেটে প্রলেপ দিলে উপশম হয়।
পরিচিতিঃ
মেড়াশিঙ্গে গুল্ম জাতীয় বনৌষধি। ইহা দৃঢ কাষ্ঠাল উঁচু বৃক্ষে আশ্রয় করিয়া থাকে। ইহার প্রশাখাগুলি সরু। লম্বা,নরম,ও ক্ষুদ্র লোমযুক্ত। এর পাতা ডিম্বাকার , পাতার আগা সুচালো। পাতা তিন থেকে পাঁচ সেন্টিমিটার লম্বা। ফুল ক্ষুদ্র ফিকে পীতবর্ন। ফল ছোট, অগ্রভাগ লম্বা। বীজ সরু, চ্যাপ্টা ও পাতলা। ইহার মূল কতকটা অনন্তমূলের ন্যায়। শরৎকালে ফুল ও শীতের শেষে ফল হয়।
তথ্যসূত্র : বাংলাদেশের গাছ গাছড়া।
/ এআর /