ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪

প্রেয়সীর হাত ধরা থেকেই বুঝা যাবে প্রেমের অনুভূতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৬, ২৯ অক্টোবর ২০১৮ | আপডেট: ১৫:০৪, ৩১ অক্টোবর ২০১৮

প্রেমে মানেই হাতে হাত। গবেষণা বলছে এই স্পর্শ থেকেই বোঝা যায় আপনার সঙ্গী কতটা আপনার প্রতি অনুরাগী। একটা হাত ধরার ধরণ বলে দিতে পারে সঙ্গী আপনাকে নিয়ে ঠিক কী ভাবে।

এক আঙুল ধরা

সম্পর্কের প্রথম ধাপ শুরু হয় এভাবেই। প্রথম দিকে খানিকটা লজ্জাবশতই একে অন্যের হাত ধরতে পারে না। তাই আঙুল ধরেই শুরু হয় প্রেমপর্ব। এক্ষেত্রে সবার একটি আঙুলই পছন্দ। কনিষ্ঠা। একজন তার কনিষ্ঠায় জড়িয়ে নেয় অন্যজনের কনিষ্ঠ আঙ্গুল।

আরো পড়ুন : প্রথম ডেটিং এ বিল দেবে কে?

তারপরই শুরু হয় প্রেমালাপ। যদি কখনও আপনার কনিষ্ঠা কেউ নিজের আঙুলে জড়িয়ে নেয়, বুঝবেন, আপনার প্রতি তার টান রয়েছে।

হঠাৎ আলগা করে হাত ধরা

যদি কখনও হঠাৎ করে আপনার হাত তার হাতের সঙ্গে লেগে যায়, তবে সে আলগা ভাবে আপনার হাতটি ধরে নেয়। সাধারণত এমন খুব কম ক্ষেত্রে দেখা যায়। আর যদি যায়, তাহলে বুঝে নিন আপনার সঙ্গী খুব অনুভূতিপ্রবণ। আপনাদের সম্পর্কের মধ্যে প্যাশনের থেকে বেশি রয়েছে বন্ধুত্ব। সবাই কিন্তু এত ভাগ্যবান হয় না।

শক্ত করে হাত ধরা

কেউ কেউ শক্ত করে সঙ্গীর হাত ধরতে পছন্দ করে। প্রতিটি আঙুল নিজের আঙুলের মধ্যে নিয়ে শক্ত করে ধরে রাখে। সাধারণ কোনও প্রেমিক প্রেমিকার মধ্যে সম্পর্ক যখন খুব ভাল থাকে, তারা এভাবে হাত ধরে থাকে। এথেকে বোঝা যায় সম্পর্কে বিশ্বাস অটুট। সেই সঙ্গে শারীরিক আকর্ষণ, ভালবাসা ও শ্রদ্ধাও বোঝা যায় এই হাত ধরা থেকেই।

হাত জড়িয়ে ধরা

যখন কেউ তার সঙ্গীর হাত জড়িয়ে ধরে, তবে সেদিকে নজর দিন। সাধারণত কেউ যখন আপনাকে বেশি বিশ্বাস করতে, বেশি ভরসা করতে চায়, তখন এভাবে হাত ধরে। এইভাবে হাত ধরা মানে সে আপনার কাছে সমর্থন ও বিশ্বাসযোগ্যতা চায়।

সঙ্গীর কোমর জড়িয়ে ধরা

সঙ্গীর কোমর হাত দিয়ে জড়িয়ে ধরা মানে প্রায় দু’জনের মধ্যে খুব ভাল সম্পর্ক রয়েছে। যদি দু’জনের মধ্যে একজন এভাবে অন্যজনকে ধরে রাখে, তার মানে সম্পর্ক নিয়ে তার মধ্যে খুব ইতিবাচক মনোভাব রয়েছে।

তথ্যসূত্র: সংবাদ প্রতিদিন

 আরো পড়ুন : ছেলেরা সম্পর্ক করতে চান না ৬ কারণে

এমএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি