ঢাকা, সোমবার   ০২ ডিসেম্বর ২০২৪

শীতে চুল তরতাজা রাখার উপায়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৫, ১১ নভেম্বর ২০১৮ | আপডেট: ১২:২৫, ১১ নভেম্বর ২০১৮

ঋতু পরিবর্তনের সময় শরীরে একাধিক সমস্যা বা পরিবর্তন দেখা যায়। শরীরের সমস্যার পাশাপাশি চুলেরও নানা সমস্যা দেখা যায়। আর শীতকালে এই সমস্যাগুলো অনেকটা বেড়ে যায়। আসলে নারী-পুরুষ সবারই একটি বড় সমস্যা হেয়ার ফল৷ আর প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে পরিবর্তন এসেছে সাজ-সরঞ্জামের বাক্সেও৷ ফলে এতদিন যে সব জিনিস ব্যবহার করার কথা আপনি ভাবেননি তা এখন আপনাকে ব্যবহার করতে হচ্ছে অনায়াসে৷ তবে কেউ কেউ সেই সব জিনিসগুলোর সঠিক ব্যবহার জানে না বলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়৷

যেহেতু চুল পড়া একটা নিত্যদিনের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে তাই অনেকেই নানা প্রকারের ওষুধ খেয়ে থাকে৷ তবে সে সবের ক্ষেত্রে একটা বড় সমস্যা আবার সেই ওষুধের সাইড এফেক্ট৷ যার ফলে অনেক মানুষকেই বিনা কারণে কঠিন রোগের সম্মুখীন হতে হচ্ছে৷ তবে এই চুল পড়া রোধ করতে গেলে ওষুধ ছাড়াও তার একটা উপায় রয়েছে৷ ঘরোয়া পদ্ধতির মাধ্যমে কমতে পারে এই সমস্যা৷ তার জন্য প্রয়োজন তিনটি জিনিসের৷ ড্রায়ার ব্রাশ, ট্যাঙ্গল টিজার ও ডিফিউজার৷ যাদের ব্যবহারও খুব সহজ৷ এই তিনটি উপায়কে আওতায় আনতে পারলেই কেল্লাফতে৷

প্রথমে আসা যাক ড্রায়ার ব্রাশের কথায়৷ সাধারণ হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকানোর ক্ষেত্রে চুলের ভলিউম বাড়ে ঠিকই৷ কিন্তু যখনই চুল আঁচড়াচ্ছেন তখন চুল আবার যেই কে সেই৷ সে ক্ষেত্রে ড্রায়ার ব্রাশ কিন্তু ভালো অপশন বলাই যেতে পারে৷ এ ক্ষেত্রে হেয়ার ড্রায়ার এবং হেয়ার ব্রাশ একসঙ্গে পাচ্ছেন৷ ফলে চুলের ভলিউমও বাড়ছে আবার ব্লো-ড্রাই অনেকটা প্রফেশনাল ছোঁয়া পাচ্ছে৷

এরপর ট্যাঙ্গল টিজার৷ নাম শুনে খটোমটো লাগলেও এটি আদতে একটা ছোট চিরুনি৷ ছোট আকারের এই চিরুনি কিন্তু চুলের জট ছাড়ানোর ক্ষেত্রে অনন্য ভূমিকা নেয়৷ বড় চিরুনি দিয়ে চুলের জট ছাড়াতে ভীষণ অসুবিধা হয় বলে এই চিরুনি বেশ লাভজনক৷ বড় চিরুনির মতো অসুবিধা কিন্তু এই ছোট চিরুনির ক্ষেত্রে হয় না৷ ফলে চুল পড়ার সমস্যা অনেকটা কম হয়৷ সেই সঙ্গে স্মুদ ও সিল্কিও হয় চুল৷ বাড়ে জেল্লাও৷ তাই অবশ্যই ব্যবহার করতে পারেন ট্যাঙ্গল টিজার৷

সবশেষে ডিফিউজার৷ এটি মূলত কোঁকড়ানো বা কার্লি বা ওয়েভি চুলের জন্য বিশেষ দরকারি৷ আসলে হেয়ার ড্রায়ারের মুখে এটি লাগিয়ে ব্লো-ড্রাই করলে আপনার চুলের রিংগুলো ফ্রিজি হবে না৷ ফলে আপনার চুলে কোনও ফ্রিজিনেস কাজ করবে না৷ তাই যাদের এই ধরনের কোঁকড়ানো চুল তাদের জন্য ডিফিউডার একটি অন্যতম ও অপরিহার্য উপায়৷

সূত্র: কলকাতা ২৪x৭

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি