ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

এই লিপ আর্টের দাম সাড়ে চার কোটি টাকা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৬, ১৫ জানুয়ারি ২০১৯ | আপডেট: ১৪:১৪, ১৬ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

প্রায় ১২৬টি হিরা, যার মোট দাম প্রায় ৪ কোটি ৪৭ লাখ লাখ টাকা, তা দিয়ে ঠোঁট সাজিয়ে নাম উঠল গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস-এ। কারণ এটিই বিশ্বের সবচেয়ে দামি ‘লিপ আর্ট’! অস্ট্রেলিয়ার হিরা বিক্রেতা সংস্থা ‘রোজেনড্রফ ডায়মন্ডস’-এর ৫০তম প্রতিষ্ঠাদিবস উপলক্ষে তারা এই লিপ আর্ট-এর আয়োজন করেছিল।

‘রোজেনড্রফ ডায়মন্ডস’-এর এই লিপ আর্ট-এ শার্লি অক্টাভিয়া নামের একজন মডেলকে বেছে নেওয়া হয়েছিল যার ঠোঁট সেজে ওঠে ১২৬টি হিরাতে। প্রায় আড়াই ঘণ্টা ধরে বিখ্যাত মেক আার্টিস্ট ভ্লাদা হ্যাগেরটি সাজিয়েছেন শার্লি অক্টাভিয়ার ঠোঁট।

গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস-এর পক্ষ থেকে জানানো হয়েছে, এই কাজে প্রায় ২২ দশমিক ৯২ ক্যারেট ওজনের হিরা ব্যবহার করা হয়েছে। সব মিলিয়ে ‘রোজেনড্রফ ডায়মন্ডস’-এর ১২৬টি হিরা আর ভ্লাদা হ্যাগেরটির প্রায় আড়াই ঘণ্টার পরিশ্রমে বিশ্বের সবচেয়ে দামি লিপ আর্ট হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস-এ নাম উঠেছে এই উদ্যোগের। ‘রোজেনড্রফ ডায়মন্ডস’-কে কৃতজ্ঞতা জানিয়ে ভ্লাদা হ্যাগেরটি জানান, তাদের বহুদিনের গবেষণা ও পরিশ্রম সফল হল।

সূত্র: জি নিউজ

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি