ঢাকা, মঙ্গলবার   ০১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গরমে নতুন পোশাক আনল ক্যাটস আই

প্রকাশিত : ২২:৫৩, ২৮ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

স্প্রিং সামার মৌসুমটি মূলত: সৃজিত ফ্যাশনের সৌকর্য উপস্থাপনার। তাইতো মুড আর  ডেস্টিনেশনকে প্রাধান্য দিয়েই নতুন পোশাক এনেছে ক্যাটস আই।

জীবনযাত্রায় সহজতা বাড়াতে পোশাকের প্যাটার্নে নতুনত্ব এবারও। এতে থাকছে প্রিন্টেড স্মার্ট ক্যাজুয়াল শার্ট, লং টপস, রাউন্ড নেক টি শার্ট, পলো ছাড়াও চিনোস প্যান্ট।

রঙের ব্যবহারে এসেছে কোমলতা; আবার এরই বৈপরীত্যে থাকছে রাতের ফরমাল পোশাকে। ক্যাটস আই এর পরিচালক ও ডিজাইনার সাদিক কুদ্দুস জানান, ক্যাটস আই এর স্প্রিং সামার কালেকশনটি পুরোটাই তারুন্য নির্ভর।

এবারের হাফ হাতা স্মার্ট ক্যাজুয়াল শার্টগুলোও বেশ আটসাট কাটের, যুতসই কলার প্যাটার্ন এবং বর্ণিল প্রিন্টে তৈরি। পাশাপাশি প্রাণবন্ত ভাব ধরে রাখতে ক্যাটস আইয়ে থাকছে অফিস এন্ড আফটার অফিস ব্যবহার উপযোগী আউটফিটও।

দাম আগের থেকে সাশ্রয়ী হলেও ফরমাল ও ক্যাজুয়াল পণ্য থাকছে উন্নত কাপড় এবং প্রিমিয়াম কোয়ালিটির।

স্টোরের পাশাপাশি শুধু অনলাইনে ক্যাটস আই ভার্চুয়াল স্টোর থেকে পণ্য ক্রয়ে থাকবে ১০ ভাগ বাড়তি ছাড়ের সুযোগও।

তাই হোম ডেলিভারি সুবিধাসহ শপিং এর জন্য ঢু মারতে পারেন প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে। এছাড়া নতুন পণ্যের নিয়মিত ছবিসহ আপডেট থাকবে ক্যাটস আই ভেরিফাইড ফেসবুক  ফ্যান পেইজেও।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি