ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শীতেও মোজায় দুর্গন্ধ! রইলো সমাধান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৯, ২৪ নভেম্বর ২০২১ | আপডেট: ১১:০১, ২৪ নভেম্বর ২০২১

Ekushey Television Ltd.

শীত চলে এসেছে, তাই জুতার সঙ্গে মোজা পরা এখন অনেকটাই অপরিহার্য। খুব পরিপাটি হয়ে জুতা পরে বের হয়েছেন, কিন্তু ঘণ্টা দুয়েক পরেই কারও সামনে জুতা খুলতে হল। এমন পরিস্থিতিতেই বিপাকে পড়ে যান, যাদের মোজায় দুর্গন্ধ হয় তারা। লজ্জারও আর শেষ থাকেনা। এমন সমস্যায় যদি আপনি ভুগে থাকেন তাহলে আপনার জন্যই রইলো কিছু টিপস। 

জেনে নিন, কেন পা থেকে দুর্গন্ধ ছড়ায়। 

দীর্ঘ সময় ধরে পা ঘামে ভিজে থাকলে দুর্গন্ধ ছড়ায়। কারণ, ঘামে ভেজা স্যাঁতসেঁতে জায়গায় ব্যাকটেরিয়ার বিস্তার দ্রুত হয়। এর পর সময়ের সঙ্গে দুর্গন্ধও বাড়তে থাকে। 

সিনথেটিক মোজা পায়ে দুর্গন্ধ বাড়ায়। আর এই সব মোজার ভেতর দিয়ে বাতাস চলাচল করতে পারে না। ঘাম শোষণেও অকার্যকর।

এ ছাড়া কৃত্রিম চামড়ার জুতা পরলে পায়ে দুর্গন্ধ হওয়ার সম্ভাবনা বাড়ে। কৃত্রিম চামড়ার ভেতর থেকে বাতাস চলাচল করতে না পারার কারণে পা ঘেমে যায় দ্রুত।

পায়ের যত্নে উদাসিনতা বা আলসেমির কারণে পায়ে নানা ধরনের রোগ হলে দুর্গন্ধ ছড়াতে পারে।

দুর্গন্ধ থেকে বাচার উপায়

জুতার মধ্যে সামান্য বেকিং সোডা মাখিয়ে রাখুন। পরদিন জুতার ওই অংশটি ভালো করে মুছে পরিষ্কার করে তারপর পরুন। এতে দুর্গন্ধ হবে না। তবে চামড়ার জুতায় বেকিং সোডা ব্যবহার করবেন না।

পুরনো মোজা হলে ২ টেবিল চামচ বেকিং সোডা নিয়ে গিট বেঁধে জুতায় রেখে দিতে পারেন। পরদিন ওই মোজা পরে যান। দেখবেন কোনও গন্ধ থাকবে না।

এক টুকরো কাপড় বা তুলা লবঙ্গ তেলে ভিজিয়ে জুতোর মধ্যে রেখে দিন। উপকার পাবেন।

ফুটন্ত পানিতে টি ব্যাগ ফেলে রাখুন ২ মিনিট। ঠান্ডা হলে জুতোর মধ্যে রেখে দিন। এক ঘণ্টা পর ওই টি ব্যাগ সরিয়ে জুতোর ভেতরের অংশ ভালো করে মুছে নিন। দেখবেন উপকার পাবেন। 

এক জোড়া জুতা রোজ না পরে জুতা পালটে পালটে পরুন। জুতা বদ্ধ জায়গায় না রেখে আলো-বাতাস চলাচল করে এমন স্থানে রাখুন।

সূত্র: এই সময়
এমএম/এসএ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি