ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ঘরে টমেটো নেই? বদলে কোন তিনটি জিনিস দিতে পারেন রান্নায়? 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১০, ২৬ নভেম্বর ২০২১

সাধারণ মাছের ঝোল কিংবা মাংস, স্বাদ বাড়িয়ে দিতে পারে টমেটো। রোজ যারা রান্না করেন, তারা জানেন, হাতের কাছে একটু টমেটো থাকলে অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে। যেমন কম মশলা দিয়ে রান্না করতে চাইলে সামান্য টমেটো দিয়ে দিলেই হল। খাবারে আসবে বেশ টকটক ভাব। আবার ঝোলটা একটু থকথকে করতে চাইলে টমেটোর জুড়ি মেলা ভার। টমেটো বাটা বেশ গাঢ় ভাব আনতে পারে কালিয়া, কোর্মায়।

কিন্তু ঘরে যদি টমেটো না থাকে, তবে কি রান্না হবে না? এমনও নয়। রান্না করতে গেলে সব উপাদানের বিকল্পের খোঁজও রাখতে হয়।

টমেটো না থাকলে নাগালের কাছে কোন কোন জিনিস সাহায্য করতে পারবে? রইল তেমনই তিনটি উপাদানের সন্ধান-

১) তেঁতুল: রান্নায় টক ভাব যেমন আনতে পারে টমেটো, তেমনই তো পারে তেঁতুল। অনেক বাড়িতেই পুরনো তেঁতুল রাখা থাকে। তেমন কয়েকটি তেঁতুল কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখে সেই পানি দিয়ে দেওয়া যায় তরকারিতে। বেশ ভালই টক ভাব চলে আসবে রান্নায়।

২) টক দই: টক দই একটু ফেটিয়ে নিন। তার পর সেই দইটি ঢেলে দিন মশলা কষানোর সময়েই। তা হলে মশলা প্রথম থেকেই বেশ থকথকে হবে। আর ঝোলে টক স্বাদও আসবে।

৩) লাউ: টমেটোর বদলে লাউয় কীভাবে? এ কথাই ভাবছেন তো? টমেটো যেমন কোনও ঝোল ভারী করতে সাহায্য করে। তেমনি লাউও ঝোল ঘন করে। তবে স্বাদ বাড়াতে তরকারিতে লাউয়ের সঙ্গে সামান্য লেবুর রস দিয়ে দিন। 

সূত্র: আনন্দবাজার অনলাইন

এসবি 
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি