ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

শীতে শিশুদের কানের যত্নে কী করবেন?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০১, ২০ জানুয়ারি ২০২২

এক তো শীতকাল, এদিকে দ্রুত বেড়ে চলেছে করোনা সংক্রমণ। সবকিছু মিলিয়ে ঘরের শিশুদের নিয়ে চিন্তার শেষ নেই অভিবাবকদের। সাধারণত শীতকালে বিভিন্ন সংক্রমণে আক্রান্ত হয় শিশুরা। তার মধ্যে কানের সমস্যা অন্যতম।

কানে ব্যথা, সেই সংক্রান্ত জ্বর, কান থেকে পুঁজ বেরোনো ইত্যাদি নানা সমস্যায় জেরবার হতে হয় বহু মানুষকেই। আর এই সমস্যা থেকে দূরে থাকতে সচেতনতা ও সর্তকর্তা সাথে কিছু ঘরোয়া সাবধনতা অবলম্বন করলে সুবিধা মিলতে পারে।

দেখে নেওয়া যাক ঘরোয়া সাবধনতাগুলো কী কী –

বাইরে বেরোলেই পরতে হবে কান ঢাকা পোশাক। মাফলার, মাঙ্কি টুপি থেকে এখনকার বাহারি কানঢাকা, সুবিধা মতো কিছু একটা পরে নিলেই হল। এতে ঠাণ্ডা তো কমেই, আটকায় ধুলো ময়লা ও জীবাণুও।

যে কোনও সংক্রমণ প্রতিরোধ করতেই মজবুত করতে হয় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা। আর তার জন্য প্রয়োজন সঠিক পুষ্টি। কানের সংক্রমণ আটকাতে সন্তানকে খাওয়ান প্রচুর পরিমাণে ভিটামিন সি যুক্ত খাবার। সঙ্গে খেতে হবে প্রচুর পরিমাণ পানি।

ঘরের পরিবেশ রাখুন খোলামেলা। পর্যাপ্ত রোদ, আলো, হওয়া মিললে দূরে থাকে জীবাণু। কানে সংক্রমণের সমস্যা থাকলে ধোঁয়া থেকেও দূরে থাকা উচিত বলে মত বিশেষজ্ঞদের।

খেয়াল রাখুন দেহের গড় উষ্ণতা যেন বজায় থাকে। শীতের পোশাকের সঙ্গে সঙ্গে উষ্ণ পানীয় খেলেও বজায় থাকে দেহের উষ্ণতা।

অন্যান্য সংক্রমণ থেকেই কানের সমস্যা দেখা দিতে পারে। বিশেষত গলা ও মাড়ির সমস্যার চিকিৎসা সময় মতো না হলে তা কানের সমস্যা তৈরি করতে পারে।

তবে মনে রাখবেন কোনও সমস্যাই বেশি বাড়তে দেওয়া উচিত নয়। সমস্যা হলে তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ মেনে ওষুধ পত্র খেলে অল্প দিনেই শেষ হতে পারে সমস্যা।

সূত্রঃ আনন্দবাজার অনলাইন

আরএমএ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি