ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চুলের তৈরি সোয়েটার!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১১, ৬ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

নতুন নতুন আবিষ্কারের মধ্য দিয়ে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণে ব্যস্ত থাকেন শিল্পীরা। প্রতিনিয়ত নতুনত্ব পেতে যেমন অভ্যস্ত হয়ে উঠছেন ক্রেতারা, তেমনি নতুন আবিষ্কারে ব্যস্ত বস্ত্রশিল্পীরা।

এবার নতুন এক আবিষ্কার ফ্যাশন দুনিয়ায় তোলপাড় তুলেছে। নেদারল্যান্ডসের আমস্টারডামের নিবাসী বস্ত্রশিল্পী সোফিয়া কোলার মানুষের ফেলে দেওয়া চুল থেকে তৈরি করেছেন নানা ধরনের পোশাক।মানুষের চুল দিয়ে সোয়েটার বানিয়ে আলোড়ন ফেলেছেন ফ্যাশন দুনিয়ায় ।

তিনি বলেন, কেবল ইউরোপেই প্রতি বছর সাত কোটি কেজির বেশি ওজন চুল নষ্ট হয়। 

সেই চুলকেই পুনর্ব্যবহার যোগ্য করে তোলার ইচ্ছা থেকেই তার এই উদ্যাগ। 

উলের মতো চুলও তৈরি কেরাটিন তন্তু দিয়ে। আর চুল বিষাক্তও নয়, কাজেই কৃত্রিম তন্তুর তুলনায় এটি অনেক ভালো বিকল্প বলেই মনে করেন সোফিয়া। 

তার আশা, যেহেতু কাঁচামাল হিসেবে চুলের অভাব নেই; এটি টেকসই, হালকা ও তাপরোধী। তাই সঠিকভাবে ব্যবহার করতে পারলে সাজপোশাকের দুনিয়ার পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় শীতের পোশাকের জগতেও দারুণ একটি বিকল্প হয়ে উঠতে পারে মানুষের চুল। পাশাপাশি এটি পরিবেশ বান্ধবও বটে।

সূত্র: আনন্দবাজার

আরএমএ
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি