ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শরীরচর্চার আগে চা-কফি পান ভালো না খারাপ ?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৩, ৯ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

প্রাত্যহিক জীবনে শরীর চর্চা শরীরকে সুস্থ ও সবল রাখতে সাহায্য করে। মানসিক স্বাস্থ্যেরও উপকার হয় শরীরচর্চার মধ্যদিয়ে। তবে শরীরচর্চার আগে কিছু নিয়ম মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ। যার মধ্যে খাদ্যাভ্যাস অন্যতম।

শরীরচর্চার জন্য শক্তির প্রয়োজন আর শক্তির জন্য স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবারের প্রয়োজন। ডায়েটে পুষ্টিকর খাবার না থাকলে হাজার চেষ্টাতেও ওজন ঝরানো সম্ভব নয়। শরীরচর্চার আগে কিংবা পরে কী খাবার খাওয়া উচিত, তা অনেকেরই জানা নেই। ডায়েটে পুষ্টিকর খাবার না থাকলে অনেক চেষ্টা করেও ওজন ঝরানো সম্ভব নয়। 

কিন্তু শরীরচর্চার আগে কিংবা পরে কী খাবার খাওয়া উচিত, তা অনেকেরই জানা নেই, যা অজান্তেই ক্ষতি করে শরীরেরে।

সকালে ঘুম থেকে উঠে প্রায় প্রত্যেকে চা কিংবা কফি পান করতে বেশ পছন্দ করে। যদিও চা, কফিতে থাকা ক্যাফিন খুব সাময়িক ভাবে শক্তির যোগান দিতে পারে। কিন্তু চা ও কফি দুটিই শরীরকে ডিহাইড্রেট করে। চা ও কফি পানের পরে শরীরচর্চা করলে আরও বেশি ডিহাইড্রেটেড অনুভব করার সম্ভাবনা থাকে। ফলে মাথা ঘুরতে পারে। এ ছাড়া পেশি শক্ত হয়ে যেতে পারে এবং অতিরিক্ত ক্লান্তি আসে৷

নিয়মিত যারা শরীরচর্চায় অভ্যস্ত এদের অনেকেই ঘুম থেকে উঠে কিছু না খেয়েই জিমে চলে যায়। খালি পেটে ব্যায়াম করা একদমই উচিত নয়।

ওয়ার্কআউটের সময় অতিরিক্ত পরিশ্রম হয়। তাই খালি পেটে শরীরচর্চা করলে ক্লান্তি ভাব দেখা দিতে পারে। আচমকা রক্তচাপ কমে যাওয়ার যেমন সম্ভাবনা থাকে, খালি পেটে থাকলে রক্তে শর্করার মাত্রাও বাড়ে।

এ বিষয়ে পুষ্টিবিদদের মত, শরীরচর্চা করার আগে প্লেটভর্তি করে খাওয়ার প্রয়োজন নেই। ওয়ার্কআউটের আগে শক্তি পাওয়ার জন্য হালকা অথচ স্বাস্থ্যকর খাবার খাওয়াই ভাল।

তবে শরীরচর্চা করার ঠিক আগের মুহূর্তে খেলেও অস্বস্তি হতে পারে এবং ঘুম পেতে পারে। সে ক্ষেত্রে ওয়ার্কআউটের ১৫ মিনিট আগে একটি ফল কিংবা এক মুঠো ড্রাই ফ্রুট খাওয়া যায়৷ হালকা খাবার কিংবা স্ন্যাকসের পরে ৬০ মিনিট অপেক্ষা করে তার পরেই শরীরচর্চা করাই ভাল। ভারী খাবার ঠিক মতো হজম হওয়ার জন্য ৯০ মিনিট পরে ওয়ার্কআউট করা উচিত। 
শরীরচর্চার পূর্বের খাবারের মতো, শরীরচর্চার পরের খাবারও ঠিক মতো খেতে হবে। সে ক্ষেত্রে প্রোটিন এবং স্বাস্থ্যকর কার্বোহাইড্রেট খেলে পেশির মেরামতিতে সাহায্য হয় এবং শক্তি আসে।

সূত্রঃ আনন্দবাজার অনলাইন

আরএমএ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি