ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪

ভুলেও রান্নাঘরের এই উপাদান গুলো ত্বকে সরাসরি ব্যবহার করবেন না

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৪, ৪ এপ্রিল ২০২২

রূপচর্চা নিয়ে নানা মুনির নানা মত। কেউ পকেটের টাকা খরচ করে বিউটি পার্লারের দ্বারস্থ হন, আবার কেউ ঘরোয়া উপায়েই ভরসা রাখেন। গৃহস্থালির সামগ্রীর মাধ্যমে যারা রূপচর্চা করেন, তাদের অনেকেরই ভরসা রান্নাঘরের কিছু চেনা উপকরণে। তবে সব উপকরণ দিয়ে কিন্তু রূপচর্চা করা ঠিক নয়। আবার কিছু উপাদান আছে যা সরাসরি ত্বকে ব্যবহার করা উচিৎ নয়। কী কী রয়েছে এই তালিকায়? 

সবার প্রথমেই বলা যায় লেবুর কথা। ত্বকের পোড়া ভাব কাটাতে লেবুর জুড়ি মেলা ভার। তবে ভিটামিন সি ছাড়াও লেবুতে প্রচুর পরিমাণ অ্যাসিড রয়েছে। তাই এটি সরাসরি ত্বকে ব্যবহার করলে লাভের বদলে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি। এর জন্য কোনও ফেসপ্যাকের সঙ্গে লেবু মিশিয়ে ব্যবহার করার কথা বলা হয়।

রূপচর্চার জন্য অনেকেই চিনি ব্যবহার করে থাকেন। চিনি সাধারণত স্ক্রাবিংয়ের কাজে লাগে। কিন্তু এতেই আবার ত্বকের জ্বালা ভাব বেড়ে যেতে পারে। অযাচিত ব্রণর সমস্যাও দেখা যেতে পারে। আর লবণ? লবণ ভুলেও ত্বকে ব্যবহার করবেন না। এতে ত্বকের শুষ্কতা বেড়ে যেতে পারে।

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে যদি দারচিনি ব্যবহার করেন, তাহলে ভুল ভাবছেন। দারচিনি মুখে লাগালে জ্বালা করতে পারে। আবার লালচে দাগও হতে পারে। যাদের সেন্সিটিভ স্কিন, তাদের ক্ষেত্রে সমস্যা আরও মারাত্মক হতে পারে। 

ত্বকের খেয়াল রাখতে ভুলেও বেকিং সোডা ব্যবহার করবেন না। এতে চোখের নিচে কলি পড়ার সম্ভাবনা থাকে। বলিরেখাও দেখা দিতে পারে। 

শীতকালে বা গোসলের আগে অনেকেই সরিষার তেল গায়ে মাখেন। কিন্তু সকলের ত্বকে সরিষার তেল স্যুট করে না। তাই বুঝেশুনেই এই তেল গায়ে মাখার জন্য ব্যবহার করা উচিত। 

সূত্র: সংবাদ প্রতিদিন

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি