ঢাকা, শনিবার   ০১ ফেব্রুয়ারি ২০২৫

৩ ঘরোয়া টোটকা: রান্নাঘরের সিঙ্কে জমে থাকা ময়লা দূর হবে নিমেষে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩০, ১৯ এপ্রিল ২০২২

নিয়মিত পরিষ্কার করার অভাবে রান্নাঘরের সিঙ্কে ময়লা জমে পানি আটকে যাওয়া নতুন কিছু নয়।কোন উপায়ে দূর হবে জমে যাওয়া এই পানি?

১) সাদা ভিনিগার ও বেকিং সোডা: প্রথমে সিঙ্কের মধ্যে জমা পানি ছোট মগে করে তুলে পরিষ্কার করে নিন। তারপর সিঙ্কের মুখে বেকিং সোডা ঢালুন। সোডার সমপরিমাণ ভিনিগার মিশিয়ে দিন। ভিনিগার দেওয়ার পর সিঙ্ক থেকে বুদবুদ বেরোনো শুরু হবে। তখন সিঙ্কের মুখ বন্ধ করে দিন ঢাকনা দিয়ে। ধীরে ধীরে পানি চলে যাবে।

২) ফুটন্ত পানি: সিঙ্কের পানি পরিষ্কার করার সবচেয়ে সহজ উপায় হল ফুটন্ত পানি ঢেলে দেওয়া। প্রথমে পানি না গেলে আরও কয়েকবার গরম পানি ঢেলে দিন। দেখবেন, সিঙ্কে জমে থাকা ময়লা নরম হয়ে ধীরে ধীরে নীচে নেমে যাবে।

৩) লবণ ও গরম পানি: সিঙ্কের মুখে জমে থাকা ময়লা পরিষ্কার করতে গরম পানির বিকল্প নেই। তবে গরম পানির সঙ্গে যদি এক চিমটে লবণ মিশিয়ে নেওয়া যায় তা হলে আরও বেশি কার্যকর হবে। এক কেটলি গরম পানিতে দু’ চামচ মিশিয়ে সেটা ধীরে ধীরে সিঙ্কের মুখে ঢালতে থাকুন। জমে থাকা ময়লা ধীরে ধীরে চলে যাবে।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি