ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

এক কোয়া রসুনেই ফিরবে ত্বকের উজ্জ্বলতা! জেনে নিন কীভাবে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৮, ২২ এপ্রিল ২০২২

Ekushey Television Ltd.

রসুনের গন্ধ অনেকেরই সহ্য নয়। কিন্ত রসুন আমাদের শরীরের জন্য দারুণ উপকারি। কারণ রসুনে রয়েছে অ্যান্টি-ব্যাক্টেরিয়াল গুণ। ছোটবেলা থেকেই শুনে আসা, সর্দি-কাশি হোক কিংবা গাঁটের ব্যথা, রসুন দারুণ কাজ করে। তবে বিশেষজ্ঞরা বলছেন, রূপচর্চার ক্ষেত্রেও রসুন দারুণ কাজ করে। বিশেষ করে ত্বকে উজ্জ্বলতা ফেরাতে এবং ত্বকের বলিরেখা দূর করতেও রসুনের গুন অনেক। কীভাবে ব্যবহার করবেন রসুন?

নারকেল তেল বা অলিভ অয়েলে কয়েক কোয়া রসুন দিয়ে ফুটিয়ে নিন। যারা ব্রণের সমস্যায় ভুগছেন তাদের জন্য দারুণ কাজ করবে এটি।

অনেক চেষ্টা করেও, ব্রণর দাগ উঠছে না। কয়েক কোয়া রসুন থেঁতো করে দাগের উপর লাগিয়ে দিন। এক সপ্তাহ পরেই দেখবেন দাগ হালকা হয়েছে।

পরিমাণ মতো বেসন নিন। তার সঙ্গে মিশিয়ে দিন অল্প দই এবং এক কোয়া থেঁতো রসুন। ভাল করে মিশিয়ে এই ফেসপ্যাক ব্যবহার করুন। দেখবেন বলিরেখা খুব জলদি গায়েব হয়ে যাবে।

তবে শুধু মেখে নয় সপ্তাহে অন্তত দুদিন যদি এক কোয়া করে রসুন চিবিয়ে খেতে পারেন, তাহলে ত্বকে আসবে লাবণ্য! তবে রসুন খাওয়ার পর ব্রাশ করে নিতে ভুলবেন না।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি