ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

চুল নিয়ে যত ভুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০২, ২ মে ২০২২

অনেক বাবা-মা ভাবেন বার বার ন্যাড়া করালেই বুঝি শিশুর চুল ঘন হবে! প্রশ্ন উঠেছে, এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে?

চুলের যত্ন নিয়ে এমন অনেক প্রচলিত ধারণা রয়েছে, যা আদতে সত্যি নয়। সে সব মেনে হয়তো চুলের ক্ষতি বেশি হচ্ছে। 

অনেকেই মনে করেন, রোজ নিয়ম করে মাথায় তেল লাগালে তাড়াতাড়ি চুল বাড়বে। বরং উল্টোটাই হয়। মাথার তালু তৈলাক্ত থাকলে ধুলো-ময়লা বেশি জমবে এবং তাতে চুল পড়া বাড়বে বই কমবে না। সপ্তাহে দুই থেকে তিন দিন তেল মালিশ করলেই যথেষ্ট। তাতে মাথার তালুর রক্ত চলাচল বাড়বে এবং চুলের গোড়া মজবুত হবে। তেল লাগানোর কিছুক্ষণ পরেই শ্যাম্পু করে ফেলতে হবে।

ন্যাড়া হলেই যে ঘন চুল হবে, তেমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। চুল গজায় ফলিকল থেকে, যা মাথার তালুর কয়েক মিলিমিটার নীচে থাকে। চুল কামানোয় ফলিকলের উপর কোনোভাবেই প্রভাব পড়ে না।

নিয়মিত চুল কাটলেই চুল বাড়বে, এ ধারণা ভুল। কয়েক মাস অন্তর চুল কাটতে বলা হয়, কারণ ডগা ফেটে গেলে চুলের নীচের দিকটা খুব পাতলা হয়ে যায়। তখন দেখতেও ভালো লাগে না। চুল গোড়ার দিক থেকে বাড়ে। সম্পূর্ণটাই নির্ভর করছে আপনার জিনের উপর আর আপনি কতখানি চুলের যত্ন করছেন তার উপর।

একটি পাকা চুল টেনে তুললে আরও চুল পেকে যাবে, এমন প্রমাণও কোনো গবেষণায় পাওয়া যায়নি। প্রতিটি চুল পৃথক হেয়ার ফলিকল থেকে গজায়। তাই একটি পাকা চুল তুললে পরে সেই ফলিকলটি থেকে যেই নতুন চুল গজাবে সেটিও সাদা হবে। তবে এর কারণে অন্য ফলিকলগুলোর উপর কোনো প্রভাব পড়বে না। তাড়াতাড়ি চুল পাকার কারণ মূলত জিনগত এবং কিছুটা জীবনযাপনে নানা ভুলত্রুটির জন্য।

কন্ডিশনার ব্যবহার করলে চুল তৈলাক্ত হয় না। কন্ডিশনার চুলের কোষ রক্ষা করার পাশাপাশি পরিবেশগত ক্ষতির হাত থেকেও সুরক্ষিত রাখতে সাহায্য করে। শ্যাম্পু করার পরও কন্ডিশনার লাগাতে ভুললে চলবে না।
সূত্র: আনন্দবাজার অনলাইন 
আরএমএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি