ঢাকা, শুক্রবার   ০৭ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

সংসারে শান্তি চান? বেডরুম সাজান এইভাবে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪০, ১৭ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

দিন শেষে নিশ্চিন্তের আশ্রয় বেডরুমখানি। তাতেই যতো ভালবাসা, প্রশ্রয়, আদুরে ঘুম। এমন একটি ঘর সাজাবেন যতনে, যাতে প্রত্যেকটি অবসরের মুহূর্ত হয়ে ওঠে সুন্দর। বেডরুম সাজানোর ক্ষেত্রে কয়েকটি বিষয় মাথায় রাখা প্রয়োজন। খুব বেশি জিনিস যেন তাতে না থাকে। তাই বেছে বেছে এমন জিনিস রাখবেন, যা দেখতেও সুন্দর, আর ব্যবহারের উপযোগী। 

বেডরুম অর্থাৎ শোওয়ার ঘরে খাট খুবই গুরুত্বপূর্ণ জিনিস। নিজের চাহিদা মতো পুরনো ডিজাইনের খাট বানিয়ে নিতে পারেন, আবার আধুনিক খাটও দোকান থেকে কিনে পারেন। এখন অনেকেই মডার্ন উডের খাট পছন্দ করেন। অনেকে আবার বেডরুমে বক্স খাট রাখতে পছন্দ করেন। এতে দরকারি জিনিসপত্র রাখার বাড়তি জায়গাও পাওয়া যায়। 

খাটের উপরে কোন গদি পাতবেন সেই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বস্তুটি ঠিকঠাক না হলে ঘুম তো ভাল হবেই না, শরীরে ব্যথা-বেদনাও অনুভব করবেন। তাই হয় ভাল কারিগর দিয়ে গদি বানাবেন, নয়তো ভাল দোকান থেকে কিনবেন।

গদির সঙ্গেই ম্যাচ করে বালিশ আর চাদর কিনবেন। এতে বেডরুম অর্থাৎ  শয়নকক্ষের সৌন্দর্য বেড়ে যাবে। গোটা ঘরে একটা প্রশান্তির আবহ থাকবে। 

শোওয়ার ঘরে শুধু খাট রাখলেই হবে না একটা বসার জায়গাও রাখা প্রয়োজন। ছোট্ট একটি সোফা বা দু’টি সুন্দর চেয়ার রেখে দিতে পারেন। এতে আপনিও যখন তখন বসতে পারবেন, আবার কেউ বেডরুম দেখতে এলে তাকেও বসতে দেওয়া সম্ভব হবে। 

বেডরুমের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি ছোট্ট টেবিল ল্যাম্প ও আয়নাযুক্ত ড্রেসিং টেবিল। সকালে উঠে সাজসজ্জার  জন্য ড্রেসিং টেবিলই ভরসা। আবার রাতের বেলা অল্প আলো পেতে ভরসা টেবিল ল্যাম্প। বই পড়া বা লেখালেখির শখ যাদের রয়েছে, তাদের ক্ষেত্রে খুবই কার্যকরী। 

সূত্র: সংবাদ প্রতিদিন

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি