ঢাকা, বৃহস্পতিবার   ০৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ঠোঁটের রং বদলে যাচ্ছে! শরীরে কোনও মারাত্মক রোগ নয়তো?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৮, ৫ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

ঠোঁট মানুষের জীবনে একটি সৌন্দর্যের প্রতীক। তবে ঠোঁটের প্রতি অনেকেই তেমন সচেতন নয়। তাই ঠোঁটের রং বদলে যাওয়া নিয়েও মাথাব্যথা নেই অনেকের। কিন্তু জানেন কি, এর পিছনে লুকিয়ে থাকতে পারে কোনও বড় বিপদ?

অনেকের ধারণা, ঠোঁট কালো হয়ে যাওয়ার পিছনে ধূমপানই মূল কারণ। নিকোটিন এবং বেনজোপাইরিন ত্বকের মেলানিন উৎপাদন বাড়িয়ে দেয়। এর ফলে কালো হয়ে যেতে পারে ঠোঁট। এ বিষয়ে সতর্ক আর ক’জনই বা হয়ে থাকেন! কিন্তু এই একটাই কারণে নয়, ঠোঁটে কর্কট রোগ বাসা বাঁধলেও কিন্তু রং পাল্টে যেতে পারে।

এবার চলুন দেখে নেওয়া যাক কেন ঠোঁটে ক্যানসার হয়-

ঠোঁটের ক্যানসারের জন্য প্রধানত দায়ী সূর্যের অতিবেগুনি রশ্মির বিকিরণ। যারা ঘরের বাইরে কাজ করে, তারা এর শিকার বেশি হয় ও তাদের ঠোঁটের ক্যানসারের আশঙ্কা বেড়ে যায়। তাছাড়া তামাক ও মদের আসক্তি থাকলেও এই প্রকার ক্যানসারের ঝুঁকি বাড়ে।

চলুন দেখে নেওয়া যাক কোন কোন লক্ষণ দেখলে সতর্ক হবেন-

ঠোঁটে কালশিটে, লাল দাগ, ক্ষত, ফোস্কা ও ফোলা ভাব যদি দীর্ঘ দিনেও না কমে
ঠোঁটে লাল, সাদা দাগ বা প্রলেপ
ঠোঁটে রক্তপাত বা ব্যথা
চোয়াল ফুলে যাওয়া
দাঁতে অনবরত ব্যথা
চোয়াল ফোলা

উল্লেখ্য যে, এ সব উপসর্গ ঠোঁটের ক্যানসারের উপসর্গ না-ও হতে পারে। নির্ভুল ও সঠিক রোগ নির্ণয়ের জন্য এই সব উপসর্গ দেখলেই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

সূত্রঃ আনন্দবাজার অনলাইন
আরএমএ
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি