ঢাকা, বুধবার   ১৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঘরেই রাঁধুন থাই স্যুপ, রইল রেসিপি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩০, ২৮ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

চাইনিজ খেতে কে না ভালোবাসে! অনেকেই চাইনিজ রেস্তোরাঁয় খেতে গেলে প্রথমেই স্যুপ অর্ডার করেন। এক বাটি ধোঁওয়া ওঠা গরমাগরম স্যুপ পেট, মন দুই ভরাতে পারে। তবে আপনি চাইলে বাড়িতেও রেস্টুরেন্টের মতো স্যুপ বানাতে পারেন। আজ আমরা আপনাদের জানাব থাই স্যুপের রেসিপি। খুব কম সময়েই তৈরি করা যায় সুস্বাদু এই স্যুপ। 

তাহলে দেখে নিন বাড়িতে কীভাবে বানাবেন থাই স্যুপ।

থাই স্যুপ তৈরির উপকরণ

তিনটি ডিমের কুসুম, আধ কাপ চিলি সস, আধ কাপ টমেটো সস, ৩ টেবিল চামচ কর্নফ্লাওয়ার, হাফ কাপ মাশরুম, হাফ কাপ মাঝারি সাইজের চিংড়ি, ১টি চিকেন ব্রেস্ট ( ছোট ছোট টুকরো করে রাখবেন), ৪-৫ স্লাইস আদা, লবণ ও চিনি স্বাদমতো, ১ চা চামচ মরিচের গুড়া, ২ টেবিল চামচ লেবুর রস, ১ টেবিল চামচ সয়া সস, ২টা স্টিক লেমনগ্রাস, কয়েকটা কাঁচা মরিচ, পরিমাণমতো গোলমরিচ গুড়া।

থাই স্যুপ তৈরির পদ্ধতি 

> একটি বাটিতে ডিমের কুসুম, চিলি সস, টমেটো সস, কর্নফ্লাওয়ার নিয়ে ভালো করে ফেটিয়ে নিন। 

> এই মিশ্রণে মাশরুম, চিংড়ি, চিকেন, আদা, চিনি, লবণ, লঙ্কা গুড়া, লেবুর রস, সয়া সস দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নিন। তারপর এতে পাঁচ কাপ পানি দিয়ে মিশিয়ে নিন। লেমনগ্রাস কুচি করে দিয়ে দিন এই মিশ্রণে।

> এবার গ্যাস জ্বালিয়ে স্যুপটি ফোটান ১৫ মিনিট। ঘন ঘন নাড়তে থাকবেন।

> স্যুপ কিছুক্ষণ ফোটার পর কাঁচা মরিচ ও গোলমরিচ গুড়া দিয়ে দিন। আবারও নাড়তে থাকুন। আরও কিছুক্ষণ ফোটান। 

> চেক করে নেবেন চিকেন ও চিংড়ি সেদ্ধ হয়েছে কিনা। তারপর পরিবেশন করুন গরমাগরম থাই স্যুপ।

সূত্র: বোল্ডস্কাই
এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি