ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

শুধু স্বাস্থ্যই নয় মনও ভাল রাখবে কোন খাবার?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২১, ৯ নভেম্বর ২০২২

অফিসে কাজের চাপ হোক বা ব্যক্তিগত জীবনে কোনও সমস্যা কিংবা পারিবারিক অশান্তি, মাঝে মাঝে আমাদের মন-মেজাজ খারাপ হয়। অনেক সময় আবার এমনিও হয়তো একটু মানসিক চাপে থাকেন আপনি। এই সময়েই বিভিন্ন জিনিস আপনাকে আনন্দ দিতে পারে। যেমন- ভাল গান শুনলে মন ভাল হয়। যাদের পরার অভ্যাস রয়েছে, তারা ভাল কোনও লেখা পড়লে মানসিক অশান্তি দূর হয়। তবে শুধু এইসব অভ্যাস নয়, প্রতিদিন কিছু জিনিস খেলেও আপনার মন ভাল থাকবে। মন খারাপ হলেও এইসব খাবার খেতে পারেন। এর ফলে আপনার মন ভাল হতে পারে। কোন কোন স্বাস্থ্যকর খাবার খেলে আপনার মন ভাল থাকবে একনজরে দেখে নিন।

ডার্ক চকোলেট- চকোলেটের নাম শুনলে মুখে হাসি ফোটে না এমন লোকের সংখ্যা নেহাতই হাতেগোনা। মন ভাল রাখার অন্যতম উপকরণ হল চকোলেট। তবে স্বাস্থ্যের খেয়ালও রাখতে হবে। চকোলেট অতিরিক্ত ওজন বাড়ায়। তাই মন খুশি রাখতে হলে খেতে পারেন ডার্ক চকোলেট। এর মধ্যে রয়েছে healthy flavonoids। আপনার মস্তিষ্ক সক্রিয় এবং সজাগ রাখতে এই উপকরণ সাহায্য করে। শুধু তাই নয়, মস্তিষ্কে যাতে রক্ত সঞ্চালন সঠিক ভাবে হয় সেদিকেও খেয়াল রাখে এইসব flavonoids। যদি আপনার ইনফ্লেমেশন বা অ্যাসিডিটি জাতীয় সমস্যা থাকে তাহলে সেটাও কমিয়ে দেয় ডার্ক চকোলেট। তবে কোনও কিছুই অতিরিক্ত খাওয়া ভাল নয়। অতএব বুঝেশুনে ডার্ক চকোলেট খাবেন। 

কলা- নাস্তায় অনেকেই বাচ্চাদের কলা দেন। টিফিনেও বেশ জনপ্রিয় এই ফল। অনেকক্ষণ পেট ভরিয়ে রাখে কলা। এই ফলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি৬। এই ভিটামিনের সহায়তায় আপনাকে feel good experience দেওয়ার মতো neurotransmitters নিঃসরণ হয়। এই তালিকায় রয়েছে ডোপামিন এবং সেরোটনিন। এর ফলে আপনার মন ভাল থাকবে। 

ওটস- স্বাস্থ্যকর নাস্তা হিসেবে ওটস বা ওটমিলের জুড়ি মেলা ভার। এই খাবারে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। এইসব ফাইবার আপনার এনার্জি লেভেল উচ্চ পর্যায়ে রাখে। সহজে ঝিমিয়ে পড়বেন না আপনি। মন-মেজাজ চাঙ্গা থাকবে। 

বিভিন্ন বাদাম ও বীজ জাতীয় খাবার- এইসব nuts and seeds- এর মধ্যে ভরপুর ফাইবার থাকে। এর সাহায্যে tryptophan- এর যোগান পাওয়া যায়। এই উপকরণ আবার মন ভাল রাখার neurotransmitters যেমন serotonin নিঃসরণে সাহায্য করে। আসলে tryptophan হল একটি amino acid, যা এইসব mood enhancing neurotransmitters নিঃসরণে সাহায্য করে। 

সূত্র: এবিপি আনন্দ

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি