ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

প্যারাসুট অ্যাডভান্সড অ্যালো ভেরা’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন দুই তারকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৩, ২৮ ফেব্রুয়ারি ২০২৩ | আপডেট: ১৭:৩৫, ২৮ ফেব্রুয়ারি ২০২৩

দেশের জনপ্রিয় দুই তারকা সিয়াম আহমেদ এবং মেহজাবীন চৌধুরীকে সম্প্রতি প্যারাসুট অ্যাডভান্সড অ্যালো ভেরা হেয়ার অয়েলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা দিয়েছে ম্যারিকো বাংলাদেশ লিমিটেড। 

প্রতিষ্ঠানটি জানায়, ইতোমধ্যেই ব্র্যান্ডের নতুন একটি ফিল্মে কাজ করেছেন এই তারকা জুটি।  

এপ্রসঙ্গে মেহজাবীন চৌধুরী বলেন, ‘প্যারাসুট অ্যাডভান্সড অ্যালো ভেরা হেয়ার অয়েল আমার পছন্দের একটি ব্র্যান্ড। এর খাঁটি নারিকেল তেল যেমন আমার চুলে পুষ্টি যোগায়, অপরদিকে অ্যালো ভেরা চুল করে সিল্কি। এই ব্র্যান্ডের সঙ্গে কাজ নিয়ে আমি ভীষণ এক্সাইটেড এবং ভবিষ্যতে আরও ভালো কিছু হবে বলে আশাবাদী।’

সিয়াম আহমেদ বলেন, ‘চুল অত্যন্ত মূল্যবান এবং এটি সৌন্দর্যের প্রতীক। প্যারাসুট অ্যাডভান্সড বিগত এক দশকেরও বেশি সময় ধরে দেশের সবচেয়ে পছন্দের হেয়ার অয়েল ব্র্যান্ড হিসেবে সমাদৃত। এমন একটি ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত এবং ভবিষ্যতে ব্র্যান্ডটির সাথে আরও সুন্দর সুন্দর কাজ উপহার দেওয়া নিয়ে আমি আশাবাদী।’

ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর রজত দিবাকর বলেন, ‘দেশের জনপ্রিয় দুই তারকা মেহজাবীন চৌধুরী এবং সিয়াম আহমেদ-কে এই ব্র্যান্ড এর অ্যাম্বাসেডর হিসেবে পেয়ে আমরা ভীষণ আনন্দিত।’

তিনি আরও বলেন, প্যারাসুট অ্যাডভান্সড অ্যালো ভেরা হেয়ার অয়েল অ্যালো ভেরা ও নারিকেল তেলের গুণাগুণ সমৃদ্ধ। অ্যালো ভেরা’র সিল্কি কন্ডিশনিং চুলকে এতোটাই সিল্কি করে তোলে যে, চুল না ছুঁয়ে থাকা মুশকিল। অন্যদিকে খাঁটি নারিকেল তেলের পুষ্টি চুলকে মজবুত করে তোলে গোঁড়া থেকে।
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি