ঢাকা, মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫

চিংড়ি-ফুলকপির ভর্তা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৪, ৩১ মার্চ ২০১৮ | আপডেট: ২১:২১, ৩১ মার্চ ২০১৮

ভর্তা খুবই পছন্দের খাবার অনেকের কাছেই। গরম ভাতের সঙ্গে হলে তো কোন কথাই নয়। ভর্তা বিভিন্ন রকমের হয়ে থাকে। তবে আজ যে ভর্তার বলা হচ্ছে তা একটু ভিন্নই বলা যায়। চিংড়ি দিয়ে ফুলকপির ভর্তা।

এর রেসিপি একুশে টিভি অনলাইনে দেওয়া হলো-

উপকরণ-

১) মাঝারি সাইজের একটি ফুলকপি।

২) কিছু চিংড়ি মাছ।

৩) পিঁয়াজ কুচি।

৪) কাঁচা মরিচ ও শুকনা মরিচ (দুটোই লাগবে)।

৫) ধনিয়া পাতা।

৬) সামান্য গুঁড়া হলুদ।

৭) লবণ পরিমাণ মতো।

৮) সরিষার তেল।

প্রণালি-

চিংড়ি মাছগুলো বেঁছে ধুয়ে নিন। এরপর মাঝারি সাইজের ফুলকপি ছোট ছোট টুকরো করে লবণ, হলুদ ও পানি দিয়ে দুটোই একই সঙ্গে সিদ্ধ করে নিন। এবার একটা কড়াইতে তেল গরম করে সিদ্ধ করা ফুলকপি ও চিংড়ি মাছ হালকা ভেজে নিন। এখন অন্য একটি পাত্রে নামিয়ে নিয়ে একই তেলে পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ ও শুকনা মরিচ এবং ধনিয়া পাতা ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে উপকরণগুলো নামিয়ে একটু লবণ দিয়ে হাতে বা গ্লাসের পিছনটা দিয়ে কচলিয়ে নিন। এখন ফুলকপি ও চিংড়ি মাছও কচলিয়ে নিতে হবে। এবার সবগুলো একসঙ্গে মিশিয়ে সরিষার তেল দিয়ে নিন। মেশানো হলে আবার হাত দিয়ে আরও সুন্দরভাবে মাখুন। হাত ‍দিয়ে যতই মাখবেন ততই এর স্বাদ বাড়বে। মাখানো হয়ে গেলে গোল করে নিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

তথ্যসূত্র: রান্নার রেসিপি।

কেএনইউ/এসএইচ/    

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি