ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

তারুণ্য নির্ভর গ্রীষ্মের পোশাকে জেন্টল পার্ক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৮, ২২ এপ্রিল ২০১৮

রেডি টু ওয়ার লাইফস্টাইল ব্র্যান্ড জেন্টল পার্ক গ্রীষ্মের নতুন পোশাকগুলো সাজিয়েছে পুরোটাই তারুণ্য নির্ভর করে।

আন্তর্জাতিক ফ্যাশনে যা চলছে তা প্রাধান্য পেয়েছে কাপড়ের বুননে ও নকশায়। বেসিক ফিটকে পরিবর্তন করে জেন্টল পার্কের পোশাকগুলোয় অনুসরণ করা হয়েছে সমকালীন কাট।

তবে, প্রিন্ট, স্ট্রাইপ এবং ফ্লোরাল মোটিভ প্রাধান্য পাবে তারুণ্যনির্ভর এ পোশাকগুলোয়।

জেন্টল পার্কের চীফ ডিজাইনার ও ক্রিয়েটিভ প্রধান শাহাদৎ বাবু জানান, নতুন পোশাকগুলোর প্যাটার্নে স্পষ্ট ম্যাসকুলিন ও টেইলর্ড লুক।  ফ্ল্যাট-ফ্রন্ট ডেনিম ও নিটের পোশাক নিয়েও থাকছে বৈচিত্র্যময় বেশকিছু ডিজাইন। যারা খানিকটা ফরমাল থেকে বেরিয়ে ক্যাজুয়াল লুক চান তাদের জন্যও এ কালেকশনগুলো দিবে বেশ স্বস্তিই।”

মূলত: পাশ্চাত্য ফ্যাশনকে দেশীয় ট্রেন্ড নির্ভর করে তৈরি হয়েছে ওভার অল পোশাকগুলো।

উল্লেখ্য, স্টোরে  নিট পণ্য শপিংয়ে বাই টু গেট ওয়ান ফ্রি অফার থাকছে সীমিত সময়ের জন্য। স্টোরের পাশাপাশি ফ্যাশন ট্রেন্ডের সর্বশেষ মেলবন্ধন এবং পণ্যের বিস্তারিত জানা যাবে জেন্টল পার্কের ভেরিফাইড ফেসবুক ফ্যান পেইজে।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি