ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

৬০ ভাগ পর্যন্ত ছাড় চলছে ক্যাটস আইতে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৪, ৩০ এপ্রিল ২০১৮

অনলাইনে কেনাকাটা করলে ক্যাটস আই তাদের সব পণ্যে দিচ্ছে ৬০ শতাংশ পর্যন্ত মূল্য ছাড়। রোজার আগেই ক্যাটস আইয়ের অনলাইনে ভার্চুয়াল স্টোরে ১০ থেকে ৬০ ভাগ ছাড় পাবেন ক্রেতারা।

ছেলেদের শার্টে থাকছে ২০-৬০ ভাগ ছাড় তবে ৪০ ভাগ ছাড় মিলবে রাউন্ড নেক টি শার্ট এবং নির্দিষ্ট পাঞ্জাবিতে। মেয়েদের পোশাক এবং ছেলেদের পোলোতে মিলবে ছাড়।

অনলাইন স্টোর বিষয়ে ক্যাটস আই এর পরিচালক রিয়াদ সিদ্দিকী জানান, `প্রযুক্তির উৎকর্ষে গোটা বিশ্ব এখন স্মার্ট ফোনের পর্দায়। তাই পুরো লাইফস্টাইলের অনুসঙ্গ হিসাবে আমরাও ক্যাটস আইকে মুঠো বন্দী করতে চাই ক্রেতাদের মাঝে। তারুণ্যের মাঝে ই কমার্স ভিত্তিক যে কেনাকাটার প্রবণতা বাড়ছে তার অংশ হিসাবেই আমরা সচেষ্ট পণ্যের অনলাইন প্রচারণায়ও। এজন্য ক্যাটস আই অনলাইনে ৩০০০ টাকার অর্ডারে দিচ্ছে বিনামূল্যে ক্যাশ অন ডেলিভারি সুবিধাসহ সারপ্রাইজ উপহারও। বাড়তি ছাড় মিলবে সর্বোচ্চ ৬০ ভাগ পর্যন্ত। পাশাপাশি রবি টেলিকমের ধন্যবাদ গ্রাহকদের জন্যও থাকছে বাড়তি মূল্যছাড়।’

শুধুমাত্র ভার্চুয়াল স্টোরে ক্যাটস আই এর মূল্যছাড় সুবিধা চালু থাকবে আগামী ৫ মে পর্যন্ত। ঘরে বসে বিশেষ ছাড়ে রোজার আগেই কেনাকাটা করতে লগইন করুন www.catseye.com.bd এই ঠিকানায়।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি