ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ডুরেক্সের সমীক্ষা

শরীরী মিলনে এগিয়ে নাইজেরিয়া পিছিয়ে ভারত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৭, ৩১ মে ২০১৮

Ekushey Television Ltd.

শরীরী মিলনের স্থায়িত্বে এগিয়ে নাইজেরিয়ার আর গ্রীসের মানুষজন। আর পিছিয়ে ভারতের লোকজন। সাম্প্রতিক এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।   
‘ডুরেক্স’পরিচালিত ‘ফেস অফ গ্লোবাল সেক্স’সমীক্ষা বলছে, দীর্ঘক্ষণ দৈহিক মিলনে সক্ষম নাইজেরিয়া আর গ্রিসের লোকজন। সেদেশের যুগলেরা সবচেয়ে বেশি সময় ধরে মিলনে মেতে থাকতে পারেন। গড়ে ২১ মিনিটেরও বেশি তারা রতিক্রিয়ায় সক্ষম।
আর সবচেয়ে কম সময়েই মেলামেশা শেষ হয় ভারতীয় আর ফরাসিদের। গড়ে ১৩ থেকে ১৫ মিনিটের বেশি সময় তারা যৌনক্রিয়া করতে পারে না।
মানুষের যৌন আচরণের হাল-হকিকত বুঝতে ‘ডুরেক্স’-এর উদ্যোগে দু’টি সমীক্ষা চালানো হয়। পৃথিবীর অনেকগুলি দেশ থেকেই তথ্য নেওয়া হয়। সম্প্রতি আরেকটি সমীক্ষাও চালায় একটি আন্তর্জাতিক ডেটিং সাইট। সব গুলো সমীক্ষায় প্রায় একই ফল পাওয়া যায়।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি