ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

ইউটিউবে আসক্তি কাটানোর সহজ উপায়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৬, ৭ জুলাই ২০১৮

গ্রাহকদের ইউটিউব অ্যাপ এ নেশা কাটাতে নতুন একটি ফিচার লঞ্চ করেছে ইউটিউব । এই ফিচারে একটানা ইউটিউব ব্যবহারের সময় কখন ঘন্টার পর ঘন্টা কেটে যায় আমরা বুঝতে পারিনা। আর তাই ইউটিউব এ ভিডিও দেখার সময় নির্দিষ্ট সময় অন্তর বিরতি নেওয়ার এই ফিচার লঞ্চ করেছে Google। এর মাধ্যমেই অ্যাপটি নিজেই ইউটিউব এর আসক্তি কাটাতে সাহায্য করবে।

ইউটিউব -এ আসক্তি কাটানোর সহজ উপায়

সম্প্রতি স্মার্টফোনে আসক্তি নিয়ে মনোবিজ্ঞানীরা চিন্তিত হয়ে পড়েছেন। অধিক আসক্তির কারনে মানুষের ব্যক্তিগত ও সামাজিক জীবনে প্রভাব পড়তে শুরু করেছে। আর সেই কথা মাথায় রেখে টেক জায়েন্ট কোম্পানিগুলি আসক্তি কাটাতে নতুন ফিচার যোগ করেছে। iOS 12 এ নতুন এক ফিচারে গ্রাহক কতক্ষণ সময় স্মার্টফোনে ব্যায় করছেন তা জানতে পারবেন। আর এই তালিকাতেই নাম লিখিয়েইউটিউব নতুন এই `Take a break’ ফিচারটি লঞ্চ করেছে।

নিজের ফোনেইউটিউব অ্যাপ এ `Take a break’ এনেবেল করেইউটিউব এর আসক্তি থেকে মুক্তি পাওয়ার উপায় দেখে নিন।

স্টেপ ১। অ্যানড্রয়েড বা iOS ফোনেইউটিউব অ্যাপটি আপডেট করে ওপেন করুন।

স্টেপ ২। ডান দিকে উপরে অ্যাকাউন্ট অপশানে ট্যাপ করুন।

স্টেপ ৩। এরপরে সেটিংস এ যান।

স্টেপ ৪। এবার মেনুর মধ্যে গেনারেল সেকশান সিলেক্ট করুন

স্টেপ ৫। এবার `Remind me to take a break’ অপশানটি এনেবেল করে দিন।

স্টেপ ৬। এবার কতক্ষণ অন্তর আপনাকে মনে করাবে সেই সময়ইউটিউব অ্যাপ কে জানিয়ে দিন।

এবারইউটিউব এ ভিডিও দেখার সময় নির্দিষ্ট সময় অন্তর অ্যাপ থেকে নোটিফিকেশানে আপনাকে বিরতি নেওয়ার কথা মনে করিয়ে দেবে। আপনি যদি বিরতি নিতে না চান তবে নোটিফিকেশানটি `ডিসমিস’ করে ভিডিও দেখা চালিয়ে জেতে পারেন।

এমজে/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি