খুশকি থেকে রেহাই পেতে ঘরোয়া তিন টোটকা
প্রকাশিত : ১৩:২২, ৭ আগস্ট ২০১৮
এক টানা গরমের পরে এক পশলা বৃষ্টি সাময়িক আনন্দ দেয়। আকাশের আড়াল থেকে সূর্যের প্রখর তাপে ত্বকে ট্যান পড়ে যায়। তাই বর্ষা এলেই মনে হয়ে স্বস্তি মিলেছে। কিন্তু ত্বক রেহাই পেলেও সমস্যারা বাসা বাঁধে চুলে। এই সমস্যার অন্যতম কারণ হল স্ক্যাল্পে খুসকি। বর্ষায় এই খুশকির জোর যেন আরও বেড়ে যায়। শ্যাম্পু করলেও রেহাই পাওয়া যায় না মাথায় জমে থাকা খুশকি থেকে। বর্ষায় চুলের গোড়া শুকোতে দেরি হয়। তাই খুশকির সমস্যা কয়েক গুণ বেড়ে যায়। বিভিন্ন রকম হেয়ার ট্রিটমেন্ট থাকলেও ঘরোয়া কয়েকটি উপায় রয়েছে, যার ফলে সহজেই খুশকি থেকে রেহাই পেতে পারেন।
১. একটি পাত্রে লবণ ও লেবুর রস নিন। দেখবেন যাতে, লেবুর রসের থেকে লবণের পরিমাণ বেশি থাকে। দুটোকে ভাল করে মেশান। মিশ্রণটি স্ক্রাবের মতো হবে। ভাল করে এবার সেই স্ক্রাব দিয়ে স্ক্যাল্পে মাসাজ করুন। শ্যাম্পু করার আগের রাতে মাথায় এই মিশ্রণ লাগিয়ে রাখুন। তবে সেনসিটিভ স্কিন হলে আগে মাথার এক জায়গায় মিশ্রণটি লাগিয়ে রাখুন। যদি স্ক্যাল্প জ্বালা করে, তাহলে শ্যাম্পু করার ২০ মিনিট আগে এই মিশ্রণ স্ক্যাল্পে লাগান।
২. এছাড়া শ্যাম্পু করার ২০ মিনিট আগে স্ক্যাল্পে অ্যালোভেরা জেল লাগিয়ে মাসাজ করুন। তবে কোনও কেমিক্যাল মিশ্রিত অ্যালোভেরা জেল এড়িয়ে চলুন। অ্যালোভেরা জেল চুলকে অনেক বেশি মোলায়েম করতেও সাহায্য করে।
৩. নিমও খুশকি দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পানিতে নিমপাতা ভিজিয়ে রাখুন। তার পরে সেই পানি দিয়ে স্ক্যাল্প ধুয়ে ফেলুন। সপ্তাহে দুই থেকে তিন বার এই টোটকা ব্যবহার করুন।
সূত্র: এবেলা
একে//