ঈদ রেসিপি : কাটা মসলায় বিফ ভুনা
প্রকাশিত : ১০:১৭, ২২ আগস্ট ২০১৮
কোরবানির ঈদে গরুর মাংস থাকতেই হবে। কিন্তু আজ কোন রেসিপিটি তৈরি করবেন তা হয়তো ভাবতে পারছেন না। ভাবনার কিছু নেই। আজ রান্ন করুন কাটা মসলার মাংস ভুনা।
প্রয়োজনীয় উপকরণ
গরুর মাংস ১ কেজি, আদা বাটা ১ টেবিল চাচমচ, রসুন বাটা আধা টেবিল চামচ, জয়ফল ও জয়ত্রী আধা টেবিল চামচ, হলুদ গুঁড়া সামান্য, দারচিনি, এলাচ, তেজপাতা ১/২ টি, শুকনো মরিচ কাটা ১৫/২০টি, পেঁয়াজ কুচি আধা কাপ, টক দই আধা কাপ, লবণ স্বাদমতো, তেল পরিমাণমতো।
প্রস্তুত প্রণালী
টক দই দিয়ে মাংস আধা ঘণ্টা ভালো করে মেরিনেট করে রেখে দিতে হবে। চুলায় তেল গরম হলে মাংস ছেড়ে দিয়ে ভালো করে ভাজতে হবে। ভাজা হলে পেঁয়াজ কুচি ও শুকনো মরিচ দিতে হবে। এবার সব মসলা মাংসে দিয়ে ভালো করে কষাতে হবে। কষানো হলে একটু পানি দিয়ে দমে বসিয়ে রাখতে হবে। মাংসের ওপর তেল ভেসে উঠলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন কাটা মসলায় বিফ ভুনা।
এসএ/