ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

গানে গানে ব্যায়ামে মেদ ঝড়ে দ্রুত: গবেষণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৭, ১ অক্টোবর ২০১৮ | আপডেট: ১৬:২৯, ১ অক্টোবর ২০১৮

টিভি বা মোবাইল যে স্বাস্থ্যের ক্ষতি করে সবারই জানা। কিন্তু এই টিভি বা গানই ব্যায়ামের সহায়ক হতে পারে যদি গান শুনতে ভালোবাসেন ব্যায়ামের সময় গান শুনুন। দ্রুত মেদ ঝড়বে।

প্রায় সবাই এখন এই বিষয়ে নিশ্চিত যে টিভি দেখা, স্মার্টফোন এবং অন্যান্য ডিজিটাল মাধ্যমের অত্যধিক ব্যবহার আমাদের শারীরিক পরিশ্রম কমাচ্ছে, কমিয়ে দিচ্ছে ব্যায়াম করার সময়। কিন্তু সম্প্রতি একটি অবাক করা গবেষণা এই হিসেব বদলে দিচ্ছে।

গবেষণা: অটওয়া বিশ্ববিদ্যালয়ের একটি দল টিভি দেখার সময়, গান শোনার সময় অনুশীলনরত কিশোর বয়সের ছেলেদের ব্যায়াম পরবর্তী খাদ্য গ্রহণের পরিমাণ পরীক্ষা করে দেখে। খাদ্য গ্রহণ ও ব্যায়ামের উপর টিভি বা গানের ভূমিকা নিয়ে এর আগে কোনও গবেষণা হয়নি। এই গবেষণা থেকে উঠে আসা ফলাফল বেশ অবাক করে দেওয়ার মতো।

পদ্ধতি ও ফলাফল: অটওয়ার গবেষণা দলটি ২৪ জন পুরুষ টিনএজারদের (১৫ বছরের কম বয়সী) ৩০ মিনিটের জন্য ট্রেডমিলে ধীর গতিতে হাঁটতে বলেন। এর সঙ্গে তাঁদের বলা হয় নেটফ্লিক্সে নিজের পছন্দের কোনও শো দেখতে, বা নিজের ইচ্ছে মতো কোনও গান শুনতে। এক সপ্তাহ ধরে রোজ 30 মিনিট এভাবে ব্যায়াম করার পর ওই যুবকদের লাঞ্চ-এর পরিমাণ মাপা হয়, শুধু তাই নয় কতখানি পরিশ্রম করছে তাঁরা সারাদিনে সেটিও মাপা হয়। আগে নানা গবেষণায় দেখা গিয়েছিল যে বেশ কিছুক্ষণ টিভি দেখার পর বা গান শোনার পর ক্যালোরি গ্রহণ বেড়ে যায়, পরিশ্রমও কমে আসে। কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের গবেষণায় এমন কোনও কিছুই উঠে আসেনি। উলটে, গান শুনতে শুনতে ব্যায়াম করা বা টিভি দেখার পরেও ওই যুবকেরা বেশি খাননি বা কম পরিশ্রম করেননি।

লেখক জা-ফিলিপ চ্যাপুত লিখেছেন, "আমাদের ফলাফল উৎসাহজনক এবং তাদের জন্য ইতিবাচক প্রভাব ফেলতে পারে যাদের অনুশীলন করার জন্য অতিরিক্ত প্রেরণা দরকার পড়ে।"

যদিও গবেষণায় ওভারওয়েট প্রাপ্তবয়স্ক বা কিশোরী মেয়েরা অন্তর্ভুক্ত ছিল না (গবেষণায় দেখানো হয়েছে যে, ছেলেদের তুলনায় মেয়েরা বয়ঃসন্ধিকালে ব্যায়াম করা বেশি বন্ধ করে দেয়।) চ্যাপুত মনে করেন না এই গোষ্ঠীগুলো খুব বেশি পৃথক ফলাফল দেবে। তবে এই নিয়ে আরও নিখুঁত সিদ্ধান্তে আসতে হলে আরও গবেষণা প্রয়োজন।

আপনিও যদি ব্যায়াম করার সময় গান শুনতে বা টিভি দেখতে ভালোবাসেন, নির্দ্বিধায় তা করুন। ট্রেডমিল / সাইকেলে ব্যায়াম করতে করতেও এটি করতে পারেন। ঘাম ঝরাতে যে পথ আপনার ভালো মনে হয় সেটিই অনুসরণ করুন।

সূত্র : ওয়ান ইন্ডিয়া।

টিআর/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি