ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

পোশাকে দাম আরও কমাল ক্যাটস আই

প্রকাশিত : ২২:৫৫, ৩ অক্টোবর ২০১৮

তারুণ্যের চাহিদা থেকেই ট্রেন্ডি পণ্যের কেনাকাটা বাড়াতে এবার ফ্যাশন ব্র্যান্ড ক্যাটস আই নিয়েছে নতুন উদ্যোগ। দেশজুড়ে প্রতিষ্ঠানটির সকল স্টোরে হাফহাতা শার্টে ২৫ শতাংশ মূল্যহ্রাস ঘোষণা করা হয়েছে।

এছাড়াও পূজোজুড়ে ক্যাটস আই এর ওয়েবসাইটে সব পণ্যে মিলবে ১০ থেকে ৫০ ভাগ ছাড় সুবিধা।

ক্যাটস আইতে এবার স্মার্ট ক্যাজুয়াল ও শার্টগুলোর দাম থাকছে ১৬৬৬ টাকা থেকে। তরুণীদের জন্য স্লিভ, ফিটিংস এবং নেক লাইন ভিন্নতার লং প্যাটার্ন টপস পাওয়া যাবে ২৩৭১ টাকা থেকে ২৮৪৭ টাকার মধ্যেই।

বরাবরের মতোই সমসাময়িক ট্রেন্ড এবং তারুণ্য নির্ভর ফ্যাশনে ক্যাটস আইয়ের ডিজাইনারদের মুন্সিয়ানায় যোগ করা হয়েছে বৈচিত্র্যতা। বাড়তি সংযুক্ত হয়েছে যুৎসই টেইলরিং এবং মানসম্মত বৈচিত্রপূর্ণ কাপড় নির্বাচন।

পাশাপাশি পণ্যের ডিজাইনে আধুনিকতার সাথে থাকছে ক্রেতা সাশ্রয়ী দাম। পণ্যের সার্বিক বিন্যাসেও এসেছে আধুনিকতা। পণ্যের দাম সাশ্রয়ী করার পাশাপাশি দেশজুড়ে সকল স্টোরে হাফহাতা শার্টে মিলবে ২৫ ভাগ ছাড়ের সুযোগও। স্টোরের পণ্য ঘরে বসে দেখতে এবং নতুন পণ্য কিনতে তাই ঢু মারতে পারেন www.catseye.com.bd এই ঠিকানায়।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি