ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

হাড়ের ক্ষয় হলে চুল পাকে অল্প বয়সে : গবেষণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৯, ১৪ অক্টোবর ২০১৮

চুল পাকা এই সময়ের একটি কমন সমস্যা। এখন চুল পাকার জন্য বয়স লাগে না। অল্প বয়সেই অনেকেরই মাথার চুল পেকে সাদা হয়ে যাচ্ছে। এ নিয়ে চিকিৎসা বিজ্ঞানীদের গবেষণার শেষ নেই। অল্প বয়সে চুল পাকার সুনির্দিষ্ট কারণ এখন পর্যন্ত নির্ণয় করা সম্ভব না হলেও গবেষকরা ইতিমধ্যে চুল পাকার জন্য কিছু বিষয়কে দায়ী করেছেন।

এসব বিষয়ের মধ্যে রয়েছে আবহাওয়া বা পরিবেশগত অবস্থা, বংশগত ব্যাপার, বিভিন্ন কেমো থেরাপিউটিক ওষুধের ব্যবহার, ভিটামিনের অভাব প্রভৃতি।

তবে বোস্টন ইউনিভার্সিটির মেডিক্যাল সেন্টারের এনডোক্রাইনোলজিস্ট মাইকেল হলিক গবেষণা করে দেখেছেন যে, হাড়ের ক্ষয়রোগ বা অস্টিওপরোসিসের সঙ্গে অকালে চুল পেকে যাবার একটি সম্পর্ক রয়েছে।

৩০ বছর বয়সেই চুল পেকে গেছে এমন ৬১ জন নারী ও পুরুষের ওপর এক গবেষণা করে দেখা গেছে এদের অধিকাংশেরই হাড়ের ক্ষয়রোগ রয়েছে। গবেষণার উপসংহারে বলা হয়েছে, জিনের প্রভাবে একজন মানুষের চুল পেকে যায়। সেই একই জিন হাড়ের গঠনকেও পরিচালিত করে থাকে।

যাদের চুল ইতিমধ্যে অকালে পেকে গেছে ডা. হলিক তাদের ক্যালসিয়াম গ্রহণের পরামর্শ দিয়েছেন।

/ এআর /


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি