ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

ফ্রিজে রাখা উচিত নয় ৬ জিনিস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪১, ২৭ অক্টোবর ২০১৮

গরমে খাবার নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে বেশি। সেই ভয়ে খাবার না হয় ফ্রিজে রাখলেন। কিন্তু সবজি? আসলে বেশ কিছু সবজি আছে, যেগুলো ফ্রিজে রাখলে ভাল থাকে। আবার কিছু সবজিকে একেবারেই ফ্রিজে রাখা উচিত নয়। দেখে নিন এমন কী কী সবজি ফ্রিজে রাখলে নষ্ট হয়ে যেতে পারে সহজেই। শুধু তাই-ই নয়, কিছু ক্ষেত্রে তাদের স্বাদেরও কিছুটা রদবদল হয়ে যায়।

পিঁয়াজ

অনেকেই পিঁয়াজ সংগ্রহ করে রাখেন ফ্রিজে। এতে ফ্রিজের আর্দ্রতায় পিঁয়াজ নরম হয়ে তার ঝাঁজ হারিয়ে ফেলে।

রসুন

রসুনের ক্ষেত্রেও তাকে চেষ্টা করুন খোলা হাওয়ায় রাখতে। ফ্রিজের অতিরিক্ত ঠাণ্ডায় রসুন গলে যেতে পারে। কল বেরিয়ে গিয়ে খাওয়ার অযোগ্য হয়ে ওঠাও অস্বাভাবিক নয়।

বেগুন

বেগুন আবহাওয়ার প্রতি খুব সংবেদনশীল সবজি৷ ১০ ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে রাখলে বেগুনের স্বাদ, গন্ধ উভয়ই নষ্ট হয়ে যায়৷ এমনকি তেমন বেগুন খেলে ক্ষতিও হতে পারে৷ তাই বেগুন সব সময় ঘরের তাপমাত্রায় রাখুন।

আলু

ফ্রিজের আর্দ্রতায় আলুর স্টার্চের গঠন ভেঙে যায়। বেশির ভাগ ফ্রিজের নিচেই একটা অতিরিক্ত ট্রে দেওয়া থাকে। অনেকে ওখানেই আলু রাখেন। সেই পদ্ধতিতেই রাখুন৷ ফ্রিজে রাখলে আলুর স্বাদ নষ্ট হয়ে যায়৷ আলু নষ্টও হয় তাড়াতাড়ি।

কুমড়া

অনেকেই বড় বা মাঝারি মাপের কুমড়া কিনে তা কেটে ফ্রিজে রাখেন। ফ্রিজের আর্দ্রতায় কুমড়া নষ্ট হয়ে যায়৷ তাই তাকেও রাখুন শুকনা জায়গায়।

কাঁচামরিচ

কাঁচামরিচ ফ্রিজে রাখলে তা তাজা থাকার মিথ ভাঙুন। বরং এতে কাঁচামরিচের ঝাঁঝালো, কচকচে ভাবটাই নষ্ট হয়ে যায়। কাঁচামরিচকে ভাল রাখতে ফয়েলে বা কাগজে মুড়ে ঘরের সাধারণ তাপমাত্রায় রাখুন।

সূত্র: আনন্দবাজার

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি