ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শীতে চুল তরতাজা রাখার উপায়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৫, ১১ নভেম্বর ২০১৮ | আপডেট: ১২:২৫, ১১ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ঋতু পরিবর্তনের সময় শরীরে একাধিক সমস্যা বা পরিবর্তন দেখা যায়। শরীরের সমস্যার পাশাপাশি চুলেরও নানা সমস্যা দেখা যায়। আর শীতকালে এই সমস্যাগুলো অনেকটা বেড়ে যায়। আসলে নারী-পুরুষ সবারই একটি বড় সমস্যা হেয়ার ফল৷ আর প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে পরিবর্তন এসেছে সাজ-সরঞ্জামের বাক্সেও৷ ফলে এতদিন যে সব জিনিস ব্যবহার করার কথা আপনি ভাবেননি তা এখন আপনাকে ব্যবহার করতে হচ্ছে অনায়াসে৷ তবে কেউ কেউ সেই সব জিনিসগুলোর সঠিক ব্যবহার জানে না বলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়৷

যেহেতু চুল পড়া একটা নিত্যদিনের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে তাই অনেকেই নানা প্রকারের ওষুধ খেয়ে থাকে৷ তবে সে সবের ক্ষেত্রে একটা বড় সমস্যা আবার সেই ওষুধের সাইড এফেক্ট৷ যার ফলে অনেক মানুষকেই বিনা কারণে কঠিন রোগের সম্মুখীন হতে হচ্ছে৷ তবে এই চুল পড়া রোধ করতে গেলে ওষুধ ছাড়াও তার একটা উপায় রয়েছে৷ ঘরোয়া পদ্ধতির মাধ্যমে কমতে পারে এই সমস্যা৷ তার জন্য প্রয়োজন তিনটি জিনিসের৷ ড্রায়ার ব্রাশ, ট্যাঙ্গল টিজার ও ডিফিউজার৷ যাদের ব্যবহারও খুব সহজ৷ এই তিনটি উপায়কে আওতায় আনতে পারলেই কেল্লাফতে৷

প্রথমে আসা যাক ড্রায়ার ব্রাশের কথায়৷ সাধারণ হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকানোর ক্ষেত্রে চুলের ভলিউম বাড়ে ঠিকই৷ কিন্তু যখনই চুল আঁচড়াচ্ছেন তখন চুল আবার যেই কে সেই৷ সে ক্ষেত্রে ড্রায়ার ব্রাশ কিন্তু ভালো অপশন বলাই যেতে পারে৷ এ ক্ষেত্রে হেয়ার ড্রায়ার এবং হেয়ার ব্রাশ একসঙ্গে পাচ্ছেন৷ ফলে চুলের ভলিউমও বাড়ছে আবার ব্লো-ড্রাই অনেকটা প্রফেশনাল ছোঁয়া পাচ্ছে৷

এরপর ট্যাঙ্গল টিজার৷ নাম শুনে খটোমটো লাগলেও এটি আদতে একটা ছোট চিরুনি৷ ছোট আকারের এই চিরুনি কিন্তু চুলের জট ছাড়ানোর ক্ষেত্রে অনন্য ভূমিকা নেয়৷ বড় চিরুনি দিয়ে চুলের জট ছাড়াতে ভীষণ অসুবিধা হয় বলে এই চিরুনি বেশ লাভজনক৷ বড় চিরুনির মতো অসুবিধা কিন্তু এই ছোট চিরুনির ক্ষেত্রে হয় না৷ ফলে চুল পড়ার সমস্যা অনেকটা কম হয়৷ সেই সঙ্গে স্মুদ ও সিল্কিও হয় চুল৷ বাড়ে জেল্লাও৷ তাই অবশ্যই ব্যবহার করতে পারেন ট্যাঙ্গল টিজার৷

সবশেষে ডিফিউজার৷ এটি মূলত কোঁকড়ানো বা কার্লি বা ওয়েভি চুলের জন্য বিশেষ দরকারি৷ আসলে হেয়ার ড্রায়ারের মুখে এটি লাগিয়ে ব্লো-ড্রাই করলে আপনার চুলের রিংগুলো ফ্রিজি হবে না৷ ফলে আপনার চুলে কোনও ফ্রিজিনেস কাজ করবে না৷ তাই যাদের এই ধরনের কোঁকড়ানো চুল তাদের জন্য ডিফিউডার একটি অন্যতম ও অপরিহার্য উপায়৷

সূত্র: কলকাতা ২৪x৭

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি