ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

বন্ধুর মুখোশে লুকিয়ে থাকা শত্রু চেনার ৫ উপায়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৪, ১৯ জানুয়ারি ২০১৯ | আপডেট: ১৯:২১, ২০ জানুয়ারি ২০১৯

ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

বিষয়টা নতুন কিছু নয়, কমবেশি সবাইকেই জীবনে এমন মানুষের পাল্লায় পড়তে হয়েছে। ইংরেজিতে এই ধরনের মানুষের জন্য রয়েছে একটি মজার শব্দ- ‘ফ্রেনেমি’। অর্থাৎ এমন এক ‘ফ্রেন্ড’, যে কি না আদতে ‘এনিমি’। তাহলে কী করে চিনবেন এমন বন্ধুর মুখোশে শত্রুকে? চলুন জেনে নেওয়া যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঁচটি লক্ষণ-

১. আপনি ভাল কিছু করলে, কোনও কঠিন কাজে সফল হলে, সেই বিশেষ ’বন্ধু’টি কিন্তু খুশি হন না। সেটা তার হাবেভাবে প্রকাশ পাবেই। যতটা উচ্ছ্বাস আপনি আশা করছেন, ততটা যদি না হয়, তবে সেটা একটি বড় লক্ষণ।

২. এই ধরনের মানুষ সর্বক্ষণ আপনার খুঁত ধরতে থাকে। আপনার চিন্তা-ভাবনা, রুচি-পছন্দ, কাজ, পোশাক-আশাক, আত্মীয়স্বজন, অন্য বন্ধুবান্ধব- সব কিছুই যেন তার চোখে খারাপ।

৩. ফ্রেনেমি চেনার সবচেয়ে বড় উপায় হল যদি সেই ব্যক্তি যখন-তখন মজা করার ছলে আপনাকে জনসমক্ষে অপমান করেন। কোনটা মজা আর কোনটা অপমান, যে কোনও পরিণত মানুষ সেটা বোঝে। এমন লক্ষণ দেখলে সতর্ক হোন।

৪. এই ধরনের মানুষেরা অত্যন্ত স্বার্থপর এবং আত্মকেন্দ্রিক হয়ে থাকেন। নিজের কাজের সময়টুকু নিয়ে তারা খুব সচেতন। আপনার কোনও প্রয়োজনেই তারা কিন্তু সেই সময়টুকু দেবে না।

৫. ফ্রেনেমিরা সচরাচর খুবই উচ্চকিত ঝামেলা-ঝঞ্ঝাট পছন্দ করেন। যে কোনও বন্ধুত্বেই ওঠাপড়া থাকে। কিন্তু ফ্রেনেমিরা সব সময় বন্ধুত্বে ক্রাইসিস চায়। ভাল থাকা তাদের পোষায় না।

সূত্র: এবেলা

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি