ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ছোট্ট শিশুকে ভুলেও মধু খাওয়াবেন না

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৭, ১২ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

আমাদের সমাজে জন্মের পরেই সন্তানের মুখে মধু দেওয়ার রীতি প্রচলিত রয়েছে। দাদী-নানীরা এই কাজটি করে থাকেন। কেউ কেউ স্ট্যাটাস দেখাতে স্বর্ণের চামচে করে নতুন আগন্তুককের মুখে মধু দেন। কিন্তু জানেন কি, এই রীতি আপনার ছোট্ট শিশুকে গুরুতর অসুস্থ করে ফেলতে পারে। জন্মের পর প্রথম এক বছর পর্যন্ত শিশুকে মধু দিতে কঠোরভাবে নিষেধ করেন ডাক্তাররা।

জন্মের পর প্রথম ছয় মাস সন্তানকে দুধ ছাড়া নতুন কোন খাবারের সঙ্গে পরিচিত করানোই উচিত নয়। ছয় মাস পরেও খাবারের তালিকায় কিন্তু মধু যোগ করবেন না ভুলেও। মধুতে যথেষ্ট পরিমাণে খাদ্যগুণ থাকলেও তা শিশুর বয়স ১২ মাস না হওয়া পর্যন্ত তাকে দেওয়া যাবে না। 

কারণ মধুর মধ্যে থাকে ক্লসট্রিডিয়াম বটুলিনিয়াম নামে এক ধরনের ব্যাকটিরিয়াম। ছোট্ট শিশুদের ক্ষেত্রে এটি খাদ্য বিষক্রিয়া সৃষ্টি করতে পারে। যার থেকে শিশুর গুরুতর অসুস্থতা এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে।

মধু খাওয়ার ফলে শিশুদের মধ্যে তখনই অসুস্থতার লক্ষণ অনেক সময় দেখা যায় না। মধুর ক্ষতিকর প্রভাব ৮ থেকে ৩৬ ঘণ্টা পরে দেখা যেতে পারে। এছাড়া শিশুর বয়স এক বছর হওয়ার আগেই তাকে মধু খাওয়ালে শিশুর দাঁত নষ্ট হয়ে যেতে পারে। 

শিশুকে যখন মধু খাওয়াবেন তখন শিশুর কোষ্ঠকাঠিন্য, ক্লান্তি, ঝিমুনি ভাব দেখা দিতে পারে। তখনই ডাক্তারের স্মরণাপন্ন হবেন।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি