ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আয় ছুটে আয় না

আনোয়ারুল কাইয়ূম কাজল

প্রকাশিত : ১৪:৩৭, ২৫ জুন ২০২০

Ekushey Television Ltd.

জৈষ্ঠ্যের খরতাপে
গাছে পাকে আম
মধুমাখা কাঁঠাল আর
রসে ভরা জাম।

আষাঢ় শ্রাবণ মাসে
বৃষ্টি ঝরে
জলে ভরা মাঠ ঘাট
উপচে পরে।

মেঘ ঠেলে আকাশেতে
সূর্য উঠে
বাগানে বাগানে কতো
ফুল যে ফোটে।

কোকিলেরা ডেকে যায়
নদীর বাঁকে
কতো শত পাখি উড়ে
ঝাঁকে ঝাঁকে।

আয় ছুটে আয় না
সোনামাখা প্রিয় দেশ
চোখ ফিরানো যায় না।

লেখক: কবি ও গণমাধ্যমকর্মী


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি