আয় ছুটে আয় না
আনোয়ারুল কাইয়ূম কাজল
প্রকাশিত : ১৪:৩৭, ২৫ জুন ২০২০
জৈষ্ঠ্যের খরতাপে
গাছে পাকে আম
মধুমাখা কাঁঠাল আর
রসে ভরা জাম।
আষাঢ় শ্রাবণ মাসে
বৃষ্টি ঝরে
জলে ভরা মাঠ ঘাট
উপচে পরে।
মেঘ ঠেলে আকাশেতে
সূর্য উঠে
বাগানে বাগানে কতো
ফুল যে ফোটে।
কোকিলেরা ডেকে যায়
নদীর বাঁকে
কতো শত পাখি উড়ে
ঝাঁকে ঝাঁকে।
আয় ছুটে আয় না
সোনামাখা প্রিয় দেশ
চোখ ফিরানো যায় না।
লেখক: কবি ও গণমাধ্যমকর্মী