ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সিঁড়ি

চিন্ময় রায় চৌধুরী

প্রকাশিত : ১৯:৪০, ১১ জুলাই ২০২০ | আপডেট: ১৯:৪৪, ১১ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

একটি সিঁড়ি নীলাকাশের
অনন্ত আঁধারে
যুগে যুগে করেছে পণ
গোড়তে সাধু তারে ।

ভক্তি দিয়ে ভাব জগতে
চাইলো গড়ে নিতে
স্বর্গ থেকে সিঁড়ি এসে
নামবে পৃথিবীতে ।

তপজব করলো কেউ
অরন্যে কাননে
ধর্ম ব্রতী হল কেউ
উলংগ বসনে।

সংসার করলো ত্যাগ
বাউল হলো গানে
বিরাগ ভাজন হলো কে
বাঁধলো কার ইমানে !

একটি সিঁড়ির তরে মানুষ
করছে প্রাণপণ
জগত থেকে মিলবে যে তা
বিধির সিংহাসন ।

মারামরি কাটাকাটি
যুগে যুগে হল
দেখতে যদি না পাও চোখে
মনের দৃষ্টি খোল।

স্বর্গে যাবার কোনো সিঁড়ি
ভাওতাবাজি নিয়ে
হয়নি তার গঠন বুনন
কোন মিথ্যে দিয়ে।

কি সত্য প্রচার করো
নিজে কি তা জান ?
একটি ভাষা বিধি জানে
এ কথা কি মান ?

বিধি যদি অসীম নয়
কেমনে বিধি হয় ?
সীমানাতে বেঁধে দিলে
তাঁর সে পরিচয় ।

সত্য ঘেটে প্রমাণ করা
সবার প্রয়োজন
অন্ধকারে থাকলে হবে
ভুলের আয়োজন।

সত্য তবে কোনটি বল
স্বর্গে যাবার পথ
সিঁড়ি মই চোঙ্গ নাকি
হাওয়ায় ওড়া রথ ?

মিষ্টি কথা শুনে শুনে
মগ্ন হলে ভ্রমে
জীবনটা যে অসার হবে
অলিক পন্ডশ্রমে।

ধর্ম গুরু সত্য বলে
বিলায় পরিত্রাণ
শাস্ত্র গ্রন্থ খুলে সবার
করতে হবে প্রমাণ।

কার হাতে রাখলে বেঁধে
তোমার পরিত্রাণ
জানতে হবে তোমারই তা
সে নহে শয়তান ।।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি