ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জীবনের চাকা

চিন্ময় রায় চৌধুরী

প্রকাশিত : ২২:৪২, ১৬ জুলাই ২০২০ | আপডেট: ২০:৩৬, ১৭ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

ভুলের মাশুল দিতে হয়
বিজ্ঞ জনে কয়
পার পেয়েছো ভেবো না কেউ
কেটে গেলে সময়।

কর্ম,ধর্ম,অনন্তকাল
সবার থলি ভরা
একই প্রেমে সবার বিধি
গড়েছে এই ধরা।

কেউ বিধাতার কৃতদাস
কেউ তার আপনজন
বিধি হলে প্রেমহীন
থাকেনা তার স্বজন ।

কোন আকাশের নীল সীমানায়
কোন সে রাজার বাস
কে জানে কি করছে সেথা
কিসের সর্বনাস?

কে আছে আর কেবা নেই
যায় না কিছু এসে
বন্ধু তোমার,রিপু তোমার
থাকে ভালবেসে।

তোমার সকল হিসেব নিকেশ
তাঁর খাতায় আছে
কর্মে কত নিষ্ঠা তোমার
দলিল যে তাঁর কাছে ।

সুকর্ম ফল,ভুলের মাসুল
সরল গণিত দিয়ে
হবে যাচাই তোমার গো-সাঁই
সকল হিসেব নিয়ে।

'কর্ম বিহীন ভক্তি মৃত'
সুকর্মে বিধাতা পৃত
পরম শান্তি অবারিত
সুকর্মে হও নিবেদিত।।

কেআই/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি