প্রকৃতি নিয়ে কাজলের ৩টি ছড়া
প্রকাশিত : ১১:২৯, ১৭ জুলাই ২০২০ | আপডেট: ১৯:৪৭, ১৭ জুলাই ২০২০
বৃষ্টির ছড়া
বৃষ্টি পরে টাপুর টুপুর
কেটে গেল কয়টি দুপুর।
ঝন ঝান ঝন
করে শন শন।
ঝুম ঝুম ঝুম
নেই চোখে ঘুম।
বৃষ্টি পরে সবুজ ঘাসে
কৃষক যায় হাল চাষে।
কেয়া বনের ধারে
শিলা নদীর পাড়ে।
নাচে ঐ ব্যাঙ
গ্যাং গ্যাং গ্যাং
.............................
ভাসে ভেলা
খেলেছি খেলা-
কত খেলা,
দুরন্তপনা মাঠে-
কেটে গেছে বেলা।
ছলা কলা -
বকুল তলা,
পড়াশোনা পাঠে-
সব হলোনা বলা।
হেলা করে-
ফেলা ধরে,
কেমন করে কিসে-
সব গেল ঝড়ে।
ঘুরে হাটে-
ফিরে বাটে,
স্বপ্নরঙিন দিশে -
যৌবন-বৃদ্ধ কাটে।
ঘুমের ঘোরে-
অনেক দুরে,
উড়ছি ঝাঁকে-
বিশাল আকাশ জুড়ে।
জমেছে মেলা-
বড়ো মেলা,
জীবনের বাঁকে -
স্মৃতিতে ভাসে ভেলা।
.............................
ফলের ছড়া
গাছে মিষ্টি আম,
ঢেওয়া ডেফলে ভরা-
রঙিন মুখে জাম।
কাঁঠাল রসে প্রাণ,
বাহারী জামরুল-
মজা কাটবেলের ঘ্রাণ।
শাখায় শাখায় ঝুলে,
লটকনের স্বাদে-
সবকিছু যাই ভুলে।
আমড়া আনারস তরমুজ,
মধুমাসে খেতে হবে-
সব ফল হররোজ।