ঢাকা, রবিবার   ০১ ডিসেম্বর ২০২৪

একটা অদৃশ্য মুখ

আসাদ মান্নান

প্রকাশিত : ২৩:২৩, ১৮ জুলাই ২০২০

করোনার আগ্রাসনে যেন মৃত কবিতা সুন্দরী-
লাওয়ারিশ লাশ হয়ে পড়ে আছে কাফন জড়ানো
পৃথিবীর হিমাগারে; মাছি ওড়ে দুর্গন্ধের টানে-
এতটা চাপের মধ্যে কে সে গায় জীবনের গান
স্বপ্নকে বাঁচাতে গিয়ে আঁকড়ে থাকে মাটির বন্ধন।

কে এসে হাতের কাছে টেনে নেয় আকাশের হাত
যে-চোখে পাখির মতো কোনো ছায়া এখন ওড়ে না
সে-চোখ কবির নয়, এক আত্মবন্দি কয়েদীর
রঙ-রূপ-স্বপ্ন ছাড়া মানুষ কী করে বেঁচে আছে?
কবিতা কবিকে ছেড়ে চলে গেছে অন্যের বাসরে।

এ মনোটোনাস শূন্যতায় হঠাৎ কেন যে আজ
তাকে খুব মনে পড়ছে; আহা! কতদিন মুখোমুখি
দুজনে বসিনি খুব গাঢ় মৌনতার বেদিমূলে!
শরীরে শরীর জ্বেলে বাসনার মোমের আলোয়
জড়িয়ে ধরিনি তাকে কতদিন কতরাত ধরে!

মৃতের জানাজা শেষে ইচ্ছে হয় তাকে নিয়ে একা
কোথাও অনেক দূরে উড়ে যাই কুয়াশা কুটিরে
অন্ধকারে নক্ষত্রবীথির আলো কুড়োতে কুড়োতে;
কবিতাকে খুঁজতে গিয়ে বার বার কেন খুঁজে পাই
একটা অদৃশ্য মুখ যেন টাটকা পূর্ণিমার চাঁদ।
কেআই/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি