ঢাকা, রবিবার   ০১ ডিসেম্বর ২০২৪

কপোতবৃত্তি 

মানিক মুনতাসির 

প্রকাশিত : ১৭:২৮, ১৯ জুলাই ২০২০

মানিক মুনতাসির 

মানিক মুনতাসির 

কপোতবৃত্তির জীবন, সমাজ আর মানুষকে বেহিসেবি করে। 
উড়তে শেখায়, পারে ওড়াতেও। 
আমি কপোতবৃত্তিই চাই 
প্রতিদিন লিখে লিখে কত কাগজ ভরি আর নষ্ট করি 
সে তো বেহিসেবিই। 
কম্পিউটারের কি-বোর্ডে লেখার হিসাব রাখার সাধ্য কার আছে?
যদি কম্পিউটারই তা না রাখে?
আইন-কানুন দিয়ে লেখালেখির বিরুদ্ধাচরণ করা-
মানেই সমাজে আগুন লাগানো। 
দায়-দায়িত্ব আমাকে বাঁধতে পারে না কখনই 
শৃংখল পরানো জীবন সে তো আন্দোলন কিংবা-
প্রতিরোধের জীবন নয়।
চিড়িয়াখানার পশু কিংবা
বুলি শেখানো তোতা পাখির জীবন। 
মানুষ চাইলেও কখনো পায় না সে জীবন। 
শৃংখল পরানো কলমও লিখে যায় অনর্গল। 
কলম সে তো অগ্নি স্ফুলিঙ্গ।
যেখানে গলে যায় লোহার শৃংখল।  
উড়ে যায় সব বাধার বিন্ধল। 
যতই আসুক বাধা-বিপত্তি
সচল থাকুক কপোতবৃত্তিই। 

(কবি- সাংবাদিক।)

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি