শব্দের খেলাঘর
প্রকাশিত : ১২:৪৫, ২২ জুলাই ২০২০ | আপডেট: ১২:৪৫, ২২ জুলাই ২০২০
শাহজাদা বসুনিয়া
এসো সখি খেলি আঁধারের খেলা
আঁধারে ভালোবাসা থাকে চির জাগরুক।
এসো সখি খেলি হৃদয়ের খেলা
তোমার চোখ আমার চোখের গোপন গহীনে।
এসো সখি খেলি ছুঁইছুঁই খেলা
দেহ ও মনে গ্রহণ করি সুমিষ্ট সুধা।
এসো সখি খেলি রঙধনুর খেলা
রঙের বাহার আমাদের চোখেমুখে।
ক্রমশ গভীরতর অতলের পানে আমাদের দীর্ঘশ্বাস
আমাদের চাওয়া-পাওয়া নেমে গেছে ঘূর্ণিবেগে
খেলা জমে না, খেলা নড়বড়ে, খেলা অবিচল
খেলায় জমে ওঠে শুধু শব্দের সুখ
হেঁটে চলে শব্দকুহক দর্পভরে অবিরত
দর্পভরে ঘুরে ঘুরে চলে এক চিরভিক্ষুক
কোন খেলাই জমে ওঠে না, শুধুই দুর্বিনীত লক্ষে
শুঁকে বেড়ায় আদিম অরণ্যে এক নিন্দুক।
একে//