ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শব্দের খেলাঘর

শাহজাদা বসুনিয়া

প্রকাশিত : ১২:৪৫, ২২ জুলাই ২০২০ | আপডেট: ১২:৪৫, ২২ জুলাই ২০২০

শাহজাদা বসুনিয়া

শাহজাদা বসুনিয়া

Ekushey Television Ltd.

এসো সখি খেলি আঁধারের খেলা
আঁধারে ভালোবাসা থাকে চির জাগরুক।
এসো সখি খেলি হৃদয়ের খেলা
তোমার চোখ আমার চোখের গোপন গহীনে।
এসো সখি খেলি ছুঁইছুঁই খেলা
দেহ ও মনে গ্রহণ করি সুমিষ্ট সুধা।
এসো সখি খেলি রঙধনুর খেলা
রঙের বাহার আমাদের চোখেমুখে।
ক্রমশ গভীরতর অতলের পানে আমাদের দীর্ঘশ্বাস
আমাদের চাওয়া-পাওয়া নেমে গেছে ঘূর্ণিবেগে
খেলা জমে না, খেলা নড়বড়ে, খেলা অবিচল
খেলায় জমে ওঠে শুধু শব্দের সুখ
হেঁটে চলে শব্দকুহক দর্পভরে অবিরত
দর্পভরে ঘুরে ঘুরে চলে এক চিরভিক্ষুক
কোন খেলাই জমে ওঠে না, শুধুই দুর্বিনীত লক্ষে
শুঁকে বেড়ায় আদিম অরণ্যে এক নিন্দুক।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি