ঢাকা, রবিবার   ০১ ডিসেম্বর ২০২৪

মায়ের নতুন ভাবনা

সোনালী দাস

প্রকাশিত : ১৭:২৬, ২১ অক্টোবর ২০২০ | আপডেট: ১৭:৩৩, ২১ অক্টোবর ২০২০

কৈলাসেতে জোর আয়োজন প্রতিবারের মতো, 
দুর্গা যাবেন বাবার বাড়ি গোছ-গাছ তার কতো!
দেরি করে যাচ্ছেন এবার তবুও মনটা ভার।

কদিন আগে খবর এলো কাঁদছে মা-বোন তাঁর।
তিনি হলেন মহামায়া ভালোবাসার আধার,
স্বভাবটাই সহ্য করা স্বামীর ঘর বা বাবার।

ভাবেন বসে, 'বয়স্ক আমি, যাব বাবার বাড়ি!'
আবার ভাবেন, 'বিশ্বাস কী! আমিও তো এক নারী!'
লক্ষ্মী যাবে শস্যক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে বাণী,
সে সব ক্ষেত্রে হচ্ছে নাকি অসুরের আমদানি!
করোনাসুর, মনুষ্যাসুর নানান জাতের অসুর 
হারতেও পারে তাদের সাথে স্বর্গের মহিষাসুর!

ছেলে-মেয়েকে বললেন তাই যেতে হলে ভবে,
এবার কিন্তু নতুন পোশাক মাস্কও নিতে হবে। 
কার্তিকেরে কানে বলেন বড়ো ধনুকটা নিতে,
মা-বোনেরা অ্যাটাক হলে প্রতিদান তার দিতে।
শুনে কার্তিক গর্জে ওঠে, 'কি বলো মা ছার!
আমার মা-বোন ছুঁলে কারো থাকবে মাথা আর?'

দুর্গা বলেন, 'শাবাশ বেটা! আর কোনো ভয় নাই।
তোমার মতোই বীর পুত্র সবার ঘরে চাই।'
পরামর্শ করতে গেলেন স্বামী ভোলার কাছে
তিনিও বলেন, 'ভয় পেয়ো না, আমি আছি পিছে।'
ভোলানাথ আর যাননি ভুলে তৈরি হতে আজ,
নরাসুরের বধে লাগলে নাচবে প্রলয় নাচ।

কালীকে ডেকে বলেন, দেবী ধরায় আসার পথে,
"সর্বশক্তি নিয়ে থাকিস অনাথাদের সাথে।"
এভাবেই মা শিখিয়ে যাবেন মা-বোন রক্ষা মন্ত্র,
সব পরিবার রক্ষা হলেই বাঁচবে সমাজ যন্ত্র।

কবি: যুক্তরাষ্ট্র প্রবাসী, শিক্ষক, ফেয়ারফেক্স কাউন্টি পাবলিক স্কুল। 

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি